Wednesday, July 31, 2013

ভোলাহাটে বিশুদ্ধ পানি সরবরাহ ও রাস্তায় আলোক বাতি উদ্বোধন

ভোলাহাট উপজেলার ১নং ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে ইউনিয়নের নাগরিক সুবিধায় বিশুদ্ধ পানি সরবরাহে গভীর নলকূপ ও রাস্তায় আলোক বাতি গতকাল বুধবার বাহাদুরগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী জিয়াউল বাসেতের সভাপতিত্বে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

Tuesday, July 30, 2013

ভোলাহাটের জামাত-বিএনপি’র দুই নেতা গ্রেফতার



ভোলাহাটে লীগ নেতা হত্যাসহ একাধিক নাশকতা মামলার আসামি জামাত বিএনপিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, সোমবার ঢাকা হাইকোর্টের সম্মুখে ২৩ মে দলদলী ইউনিয়ন লীগ সেক্রেটারি দুরুল হুদা হত্যা মামলাসহ একাধিক নাশকতা মামলার আসামি ভোলাহাট জামাতের বায়তুল মালের সেক্রেটারি উপজেলার চামা মুশরীভুজা গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে আলকাস আলী (৪২) বিএনপি নেতা মামলার নম্বর  আসামি মুশরীভুজা গ্রামের মৃত মুসা মিয়ার ছেলে সারোয়ার জাহান (৪৫)  ঘুরাফিরা করার খবর পেয়ে ভোলাহাট থানা অফিসার ইনর্চাজ এস এম আবু ফরহাদ শাহাবাগ থানার সহযোগিতায় তাদের গ্রেফতার করে |  

ভোলাহাটে পাউবোর্ডের কাজে চরম ঘাপলার অভিযোগে জনতার চাপের মুখে কাজ বন্ধ



ভোলাহাটে পানি উন্নয়ন বোর্ডের মহানন্দা নদীর ডান তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজে চরম ঘাপলা হওয়ায় স্থানীয় জনতার চাপের মুখে কাজ বন্ধ হয়ে গেছে কোটি টাকা ব্যয়ে ৪৫০ মিটার দীর্ঘ ড্যাম্পিং কাজ জুন ক্লোজিংয়ে শেষ করার কথা থাকলেও কামরূল এন্টারপ্রাইজ রুপালী কন্সট্রাক্টশন-এর ঠিকাদাররা স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজশে এখনো ওই কাজ শেষ করতে পারেনি রহস্যজনক কারণে

Wednesday, July 24, 2013

ভোলাহাটে পল্লী বিদ্যুতের ভেলকিবাজি ॥ জনজীবন অতিষ্ঠ ্। বিদ্যুৎ এই আছে, এই নেই!



 
ভোলাহাটে পল্লী বিদ্যুতের ভেলকিবাজিতে উপজেলার সর্বস্তরের মানুষের জীবন অতিষ্ঠ বিদ্যু এই আছে! ফের নেই! ভোল্টেজ উঠানামা আর যাওয়া-আসাসহ তাদের নানা ধরনের আচরণে উপজেলার সাধারণ মানুষ হতাশায় ভুগছে বিভিন্ন ইলেক্ট্রোনিক্স যন্ত্রপাতি ব্যবহার করতে বিরক্তিবোধ পরিলক্ষিত হয়েছে বর্তমান ডিজিটাল যুগে অর্থা মোবাইল আর কম্পিউটারের যুগে জনগণের ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, ফটোষ্ট্যাট মেশিন, প্রিন্টার, ফ্রিজ, বিভিন্ন ধরনের বৈদ্যুতিক বাল্ব, ফ্যানসহ নানা ইলেক্ট্রোনিক্স সামগ্রী প্রায় নষ্ট হতে বসেছে

Monday, July 22, 2013

পবিত্র রমাদ্বান শরীফ সম্পর্কিত জরুরী মাসয়ালা-মাসায়েলগুলো সংক্ষেপে জানুন



ভূমিকা:
পবিত্র  রমাদ্বান শরীফ এক মহান মাস! রহমত, মাগফিরাত ও নাজাতের মহান খাজিনায় ভরপুর এ মাস। কিন্তু রমাদ্বান শরীফ-এর মাসায়ালা মাসায়েলসমূহ স্মরণ আছে কি? যেহেতু এ মাস একটি পবিত্র মাস, আত্ম সংযমের মাস, সুতরাং অতি প্রয়োজনীয় কিছু মাসায়ালা মাসায়েল এখানে দেয়া হলো-

জমেছে ফজলির বাজার: দিনে সরবরাহ ২২ কোটি টাকার আম



শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে আমের রাজা ফজলীর বাজার। ক্রেতা-বিক্রেতাদের ভীড় বেড়েছে রমযানেও। এ মৌসুমে প্রায় এক হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে। এছাড়া এ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট লক্ষাধিক লোকের কর্মসংসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জুড়ে চলছে খুশির আমেজ।