Monday, June 30, 2014

পবিত্র রমাদ্বান শরীফ উনার জরুরী মাসায়ালা-মাসায়িল ও দোয়াসমূহ


রোযার পরিচয় ও করণীয়:

সাধারণত রোযা বলতে ছুবহি ছাদিক্ব থেকে শুরু করে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত নির্জন অবস্থান ও পানাহার থেকে বিরত থাকাকে বুঝায়। তবে এর সাথে সাথে মিথ্যা, গীবত, চোগলখোরী, ঝগড়া-বিবাদ, মারামারি-কাটাকাটি, গালি-গালাজ, অশ্লীল-অশালীন, ফাসিক্বী ও নাফরমানিমূলক কাজ থেকে বিরত থাকতে হবে। কারণ, হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে- আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “যে ব্যক্তি রমাদ্বান শরীফ-এ খারাপ কাজ করে, শরাব পান করে, ব্যভিচার করে এমন ব্যক্তি রমাদ্বান শরীফ-এর রোযা রাখলেও তা কবুল হবে না। বরং আল্লাহ পাক উনার ফেরেশতাকুল, আসমানের সব অধিবাসী উনারা পরবর্তী রমাদ্বান শরীফ-এর আগ পর্যন্ত ওই ব্যক্তির উপর লা’নত বর্ষণ করতে থাকেন।” নাঊযুবিল্লাহ! (গুনইয়াতুত ত্বলিবীন)

খোশ আমদেদ মাহে রমাদ্বান শরীফ ॥ রহমত মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে শুরু হলো মাহে রমাদ্বান শরীফ

খোশ আমদেদ মাহে রমাদ্বান শরীফ। ২৯ জুন (২০১৪) রোববার ছিল ৩০ মাহে শা’বান শরীফ। কাজেই আজ ৩০ জুন (২০১৪) সোমবার শরীফ পবিত্র মাহে রমাদ্বান শরীফ। সে হিসেবে রোববার দিবাগত রাতে সাহরি খেয়ে আজ ৩০ জুন (২০১৪) সোমবার শরীফ হতে রোযা পালন করেছেন বাঙালি মুসলিম উম্মাহ। অর্থাৎ আজ পহেলা রমাদ্বান শরীফ।

Saturday, June 28, 2014

পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি ॥ সোমবার থেকে রোযা শুরু


যামানার ইমাম ও মুজতাহিদ, কুতুবুল আলম, কাইয়্যুমুয যামান, মুজাদ্দিদে আ’যম, গাউছুল আ’যম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশের আকাশে ২৮ জুন-২০১৪ ইয়াওমুস সাব্তি বা শনিবার দিবাগত সন্ধ্যায় পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি।

Wednesday, June 25, 2014

বাংলাদেশে পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে ২৯শে আউওয়াল-১৩৮২ শামসী সন, ২৮শে জুন-২০১৪ ঈসায়ী সন, ইয়াওমুস সাব্ত বা শনিবার দিবাগত সন্ধ্যায়

আহলান সাহলান পবিত্র রমাদ্বান শরীফ!!!

পবিত্র রমাদ্বান শরীফ মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ পবিত্র মাস উনার অনেক মর্যাদা ও সম্মান রয়েছে। এ পবিত্র মাস হলো মহান আল্লাহ পাক উনার খাছ মাস। এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “পবিত্র রমাদ্বান শরীফ উনার প্রথম দশদিন রহমতের, দ্বিতীয় দশদিন মাগফিরাতের ও শেষ দশদিন নাজাতের।” সুবহানাল্লাহ!

Tuesday, June 24, 2014

ক্ষুদ্র ঋণ কর্মসূচি : জনবল ও সুফলভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভোলাহাটে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট জনবল ও সুফলভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’-২০১৪ উপলক্ষে উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে ৫ দিনব্যাপি প্রশিক্ষণ রোববার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলার দুস্থ ও অসহায় মহিলা-পুরুষ সদস্যদের মাঝে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

সংসদে আলোচনা: আলিয়া মাদরাসার সিলেবাসে পবিত্র দ্বীন ইসলাম উনার অবমাননাকর বিষয় আছে কিনা- তা খতিয়ে দেখার আহ্বান

আলিয়া মাদরাসার পাঠ্যক্রমে মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুবারক শানে বিরূপ ও কুরুচিপূর্ণ শব্দ আছে কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।

Thursday, June 19, 2014

চাঁপাইনবাবগঞ্জে আম ব্যবসায়ীদের বিক্ষোভ, রোববার হরতালের ঘোষণা(মূলত বিদেশী চক্রান্তে দেশীয় ফল নষ্ট করা হচ্ছে। ফরমালিন একটা ইস্যু মাত্র।বরং বিদেশী সব ফলে ব্যাপক ফরমালিন থাকে)




গাছ থেকে আম ভাঙ্গা ও বাজারজাত বন্ধ রেখে জেলার আম ব্যবসায়ীরা আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। ফরমালিন পরীক্ষার নামে হয়রানি, চাঁদাবাজি ও আম নষ্ট করার প্রতিবাদে ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করেন। শুক্র ও শনিবারের মধ্যে হয়রানি ও আম নষ্ট করা বন্ধ না হলে আগামী রোববার হরতাল পালন করা হবে বলেও ঘোষণা দিয়েছেন আম ব্যবসায়ীরা।