Sunday, November 23, 2014

পবিত্র ছফর মাস উনার চাঁদ দেখা যায়নি ॥ * আগামী ২৩ ছফর ১৪৩৬ হিজরী হিসেবে আগামী ১৮ সাবি’ ১৩৮২ শামসী, ১৭ ডিসেম্বর ২০১৪ ঈসায়ী পালিত হবে- ‘পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ’

* আর পবিত্র ২৮ ছফর শরীফ (২৩ সাবি১৩৮২ শামসী, ২২ ডিসেম্বর ২০১৪ ঈসায়ী)
সাইয়্যিদুনা ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
এবং দ্বিতীয় সহস্রাব্দের মহান মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনাদের
পবিত্র বিছাল শরীফ দিবস।

যামানার ইমাম ও মুজতাহিদ, কুতুবুল আলম, কাইয়্যুমুয যামান, মুজাদ্দিদে আযম, গাউছুল আযম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস উনার সংবাদ অনুযায়ী পুরো বাংলাদেশের আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় গতকাল ইয়াওমুল আহাদ বা রোববার দিবাগত সন্ধ্যায় ১৪৩৬ হিজরী সনের পবিত্র ছফর মাস উনার চাঁদ দেখা যায়নি।

যদি একটি মাত্র সুন্নত উনার অনুসরণ করতে পারি তাহলে......

আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি, প্রত্যেক নামাযের পূর্বে মিসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম।এই পবিত্র হাদীছ শরীফ উনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে, মিসওয়াক করা খাছ সুন্নত উনার অন্তর্ভুক্ত। মিসওয়াক উনার অনেক ফাযায়িল-ফযীলত রয়েছে। যেমন উম্মুল মুমিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, “মিসওয়াক মৃত্যু ব্যতীত সমস্ত রোগের আরোগ্য দানকারী।সুবহানাল্লাহ!

Saturday, November 22, 2014

কাজী নজরুল ইসলামের হিন্দু মহিলা বিবাহ এবং করুণ পরিণতি ।। বাঙালি মুসলমানদের জন্য শিক্ষণীয়!!

আল্লাহওয়ালা হওয়ার শিক্ষা, কাফির-মুশরিকদের শত্রুজ্ঞান করার শিক্ষা ও সর্বোপরি মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি বিমুখতা তথা অভিভাবকহীনতার কারণেই নজরুলের ন্যায় মুসলিম প্রতিভাগুলো নানাভাবে কেড়ে নিচ্ছে বিধর্মী ইহুদি-খ্রিস্টান-হিন্দু সম্প্রদায়।
 বাঙালি মুসলমানগণ উনাদের ইতিহাসে এক অবিস্মরণীয় নক্ষত্রের নাম কাজী নজরুল ইসলাম। ব্রিটিশআমলে যখন বাঙালি মুসলিম সমাজ চরম হতাশায় নিমজ্জিত, তখন বাংলা ভাষায় হামদ-নাত ও ইসলামী ভাবধারাম-িত কবিতা লেখার সূত্রপাত করে তিনি বাংলার মুসলমান সমাজে নবজীবন দান করেন।
তবে কাজী নজরুল ইসলাম থেকে বাঙালি মুসলমান যা পেয়েছে, তা নজরুল-প্রতিভার বিচারে সিন্ধুর মাঝে বিন্দুও নয়। কারণ কাজী নজরুল ইসলাম বসবাস করতেন হিন্দুদের সমাজে এবং হিন্দু সমাজ, পরিবার এমনকি নিজগৃহে বসবাসকারী হিন্দু শাশুড়ির কটাক্ষ হজম করে তিনি তার অন্যান্য রচনার মাঝে মাঝে হামদ-নাত রচনা করতেন। অর্থাৎ তিনি যদি হিন্দু সমাজে নিজেকে না সঁপে দিয়ে মুসলিম সমাজে থাকতেন, তাহলে তিনি তার পূর্ণ উদ্যমকে ইসলামী সাহিত্য উনার জন্য উৎসর্গ করতে পারতেন এবং সেক্ষেত্রে বাঙালি মুসলিম সাহিত্যের ইতিহাস নতুনভাবে লেখা হতে পারতো।

Tuesday, November 18, 2014

পারিবারিক জীবনের একটি মারাত্মক ভুল, যার সংশোধন নেই

পুত্রবধূর জন্য শ্বশুরের দৈহিক কোনো খিদমত করা উচিত নয়। তবে কাপড় ধোয়া, খানা-পিনার ব্যবস্থা করে দেয়া ইত্যাদি ধরনের দূরত্বসম্পন্ন কাজ করা যেতে পারে। কিন্তু শারীরিক কোনো খিদমত করা বা নেয়া কিছুতেই শুদ্ধ নয়। অন্যথায় এ ফিতনা-ফাসাদের যামানায় এমনও ঘটনা ঘটে যেতে পারে- যার কারণ স্বামীর জন্য তার স্ত্রী চিরতরে হারাম হয়ে যাবে। যা হালাল করার কোনো পন্থা-পদ্ধতিই হাতে থাকবে না। তখন বাধ্য হয়ে স্ত্রীকে তালাক দিতে হবে। কাজেই বিষয়টিকে খুবই গুরুত্ব দেয়া কর্তব্য। একইভাবে সৎমা বালিগ বা প্রাপ্ত বয়স্ক ছেলের দৈহিক কোনো খিদমত করবে না এবং নিজেও তার থেকে অনুরূপ দৈহিক খিদমত গ্রহণ করবে না। অবশ্য আর্থিক বা অন্যান্য খিদমত করতে পারবে। কিন্তু দৈহিক খিদমত করা বা নেয়া থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবে। কেননা দৈহিক খিদমতের কারণে অনাকাঙ্খিত এমন ঘটনা সংঘটিত হতে পারে, যার ফলে সৎমা তার নিজ স্বামীর জন্য চিরতরে হারাম হয়ে যাবে।