Tuesday, December 23, 2014

সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে ॥ আগামী ৬ ছামিন ১৩৮২ শামসী (৪ জানুয়ারি ২০১৫ ঈসায়ী) সর্বশ্রেষ্ঠ ঈদ, সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম


 সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস অর্থাৎ সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আযম হচ্ছে মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ। গতকাল ইয়াওমুছ ছুলাছা দিবাগত সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ দেশের কক্সবাজার, খাগড়াছড়ি. চট্টগ্রাম, ফেনী, রংপুর, কুড়িগ্রাম, পটুয়াখালী, রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, পাবনা, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, বি-বাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, মেহেরপুর, ভোলাহাট এসব অঞ্চলের প্রতিনিধিরা মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখা যাওয়ার খবর পরিবেশন করেছেন। অর্থাৎ আজ ইয়াওমুল আরবিয়া বা বুধবার পহেলা রবীউল আউওয়াল শরীফ। সে অনুযায়ী আগামী ৬ ছামিন ১৩৮২ শামসী (৪ জানুয়ারি ২০১৫ ঈসায়ী), ইয়াওমুল আহাদ বা রোববার পালিত হবে কুল-কায়িনাতের সর্বশ্রেষ্ঠ ঈদ, সাইয়্যিদুল আইয়াদ, সাইয়্যিদে ঈদে আযম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

Monday, December 22, 2014

সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহুর, শাহরুল আ’যম মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ তালাশ মঙ্গলবার

২৯শে মাহে ছফর শরীফ মুতাবিক ২৪ সাবি’ ১৩৮২ শামসী সন (২৩ ডিসেম্বর ২০১৪ ঈসায়ী), ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে (১৪৩৬ হিজরী সনের) সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহুর, শাহরুল আ’যম মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে।

ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে  ২৫ সাবি’ ১৩৮২ শামসী সন (২৪ ডিসেম্বর ২০১৪ ঈসায়ী) ইয়াওমুল আরবিয়া বা বুধবার হবে ১৪৩৬ হিজরী সনের সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহুর, শাহরুল আ’যম মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার পহেলা তারিখ মুবারক। আর সে অনুযায়ী মহাসম্মানিত ১২ রবীউল আউওয়াল শরীফ মুতাবিক আগামী ৬ ছামিন ১৩৮২ শামসী সন (৪ জানুয়ারি ২০১৫ ঈসায়ী) ইয়াওমুল আহাদ বা রোববার পালিত হবে মুসলমান, জিন-ইনসান তো অবশ্যই, বরং কুল-কায়িনাতের সীমাহীন খুশি প্রকাশের সুমহান দিন- সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।