Sunday, August 23, 2015

রাজাকারের ছেলে কথিত চাকমারাজা দেবাশীষ রায়ের পরিচিত ও পার্বত্যাঞ্চল নিয়ে তার ষড়যন্ত্র


=================
 কথিত রাজা দেবাশীষ রায় সে বামপন্থী ও কথিত সুশীল (চুচীল) সমাজের কাছে একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। অর্থাৎ বামপন্থী ও কথিত সুশীল (চুচীল) সমাজের লোকেরা তাকে সজ্জন হিসেবে ঢোল পিটিয়ে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে সে একজন বিচ্ছিন্নতাবাদী ও রাষ্ট্রদ্রোহী ব্যক্তি। তার পিতা ত্রিদিব রায় ছিল পাকিস্তানের দালাল- রাজাকার। এমনকি তার পিতা স্বাধীনতার পর এদেশে থাকেনি। সে পশ্চিম পাকিস্তানের তথা পাকিস্তানে চলে যায়। এবং সে সেখানকার মন্ত্রীও ছিল। আর সেই দেশদ্রোহী রাজাকারের ছেলে নাকি সজ্জন ব্যক্তি!!!!!

Sunday, August 16, 2015

মাদরাসা শিক্ষার প্রতি বর্তমান মুসলমানদের অনীহা ও ইংরেজিভিত্তিক শিক্ষার মূল উদ্দেশ্য

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেসব হিফয কিংবা ক্বারীয়ানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সেসবে বাংলাদেশের মাদরাসা ছাত্ররাই সবসময় প্রথম-দ্বিতীয় স্থান লাভ করে থাকে। বিভিন্ন পত্র-পত্রিকা এবং ইন্টারনেটের সংবাদমাধ্যমে এ সম্পর্কিত খবর নিয়মিত দেখা যায়। এদেশের মাদরাসা শিক্ষার্থীদের মাতৃভাষা হলো বাংলা, তারপরও তারা মধ্যপ্রাচ্যের আরবীভাষী প্রতিযোগীদের হারিয়ে পুরস্কার লাভ করে।
বিপরীতে ইংরেজি মাধ্যমে যারা শিক্ষালাভ করে, তারা স্কুল-কলেজে দশ-বারো বছর ইংরেজি পড়েও কিন্তু ইংরেজিতে স্বচ্ছন্দ হতে পারে না। ইংরেজিতে ঠিকমতো লেখা কিংবা কথা বলাটাও এদেশের অধিকাংশ স্কুল-কলেজ পড়য়ার পক্ষেই সম্ভব হয় না।

সাইয়্যিদুনা মুজাদ্দিদে আজম আলাইহিস সালাম তিনি ভোলাহাট ছফরে এসে এই বাড়িতে অবস্থান করেন।

সাইয়্যিদুনা মুজাদ্দিদে আজম আলাইহিস সালাম তিনি ভোলাহাট ছফরে এসে এই বাড়িতে অবস্থান করেন।সুবহানাল্লাহ!
ধন্য
ধন্য 
ধন্য 
- এই বাড়ি মহা বড়
ধন্য!!!!



Tuesday, August 4, 2015

ভোলাহাটে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবা



: ইউনিয়নের দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুল। মঙ্গলবার (০৪ আগস্ট-২০১৫) ইউনিয়নের নিজস্ব অর্থায়নে সকালে একটি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন তিনি।