Wednesday, January 22, 2014

বাংলাদেশ থেকে ভারতে অবাধে সোনা পাচার ॥ আসছে বিস্ফোরক

ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়ছে সোনা পাচার। বিমানবন্দরে নজরদারি বাড়াতেই চোরাকারবারিরা সীমান্তকে পাচারের অন্যতম রুট হিসেবে বেছে নিয়েছে বলে মনে করছে ভারতীয় সীমান্ত বাহিনী। এজন্য তারা বাংলাদেশ ঘেঁষা জেলাগুলোতে অতিরিক্ত সতর্কতা জারি করেছে। মাস দেড়েকের মধ্যে সীমান্তে অন্তত তিনটি বড় মাপের সোনার চালান ধরেছে বিএসএফ। ধরা পড়া সোনার পরিমাণ এতটাই বড় মাপের যে পাচার চক্রের জাল কতটা বিস্তৃত তা নিয়ে ব্যাপক উদ্বিগ্ন ভারতীয় প্রশাসন। বাড়ানো হয়েছে বনগাঁ, মুর্শিদাবাদ, মালদহের সীমান্তে সোনা উদ্ধারে বাড়তি চাপ।

ভোলাহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 ভোলাহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে উপজেলার ৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকার দু:স্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান বুধবার সকালে উপজেলা মিলনায়তন কক্ষে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

ভোলাহাটে পলিপ্স পাইল্স সেন্টারের শাখা উদ্বোধন

ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলায় পলিপস্ ও পাইলস্ সেন্টারের শাখা অফিসের শুভ উদ্বোধন মঙ্গলবার বিকেলে এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ লক্ষে ব্যবসায়ী আলহাজ্ব সহিমুদ্দিনের সভাপতিত্বে সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির,সাধারণ সম্পাদক (অতিরিক্ত) তাজাম্মুল হক আরাফাত, সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ, ঔষুধ ব্যবসায়ী আফরাজুল হক বাবু, ব্যবসায়ী আলহাজ্ব এরফান আলীসহ স্থানীয় সূধী ও বিভিন্ন পেশাজীবিরা। এ সময় স্বাগত বক্তব্যে ডা. বেলাল উদ্দিন বলেন, বিজ্ঞান সম্মত অপারেশন ছাড়া মলদ্বার অর্শ্ব, পাইল্স, বুটি, হারিশ, নালি ঘা, হাঁপানী, শ্বাসকষ্ট, এ্যাজমাসহ নানা রোগের চিকিৎসা করা হয়।