Monday, March 25, 2013

কানসাটে ১৭ জামাত-শিবিরকর্মী গ্রেপ্তার



চাঁপাইনবাবগঞ্জের কানসাট পল্লীবিদ্যু কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জন জামাত ও শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে জেলার শিবগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ কোর্ট-হাজতে পাঠানো হয়েছে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মিজান জানান, গত ২৮ ফেব্রুয়ারি দেলোয়ার হোসাইন সাইদীর ফাঁসির রায় ঘোষণার দিন জামাত-শিবির কর্মীরা জমায়েত হয়ে কানসাট পল্লীবিদ্যু কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেশনিবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়

জ্ঞান-বিজ্ঞান রাজ্যের প্রতিষ্ঠাতা/উদ্ভাবক মুসলমানঃ মুসলমান উনারাই বিজ্ঞানের মূল বা জনক বা আবিষ্কারক-(০১)



চিকিৎসাবিজ্ঞানে মুসলমান উনাদের শুধুমাত্র অবদান নয়, উনারাই সৃষ্টিকরক/উদ্ভাবক-০১


বিজ্ঞানের দৃশ্যপটে মুসলমানেরা আবির্ভূত হওয়ার আগ্মূহুর্ত পর্যন্ত প্রাচীন বিজ্ঞানের ইতিহাস নামে মাত্র ছিলো।  সময়ে বিজ্ঞানের ক্ষেত্রে যত কাজই হোক না কেন বা হিংসাবশত: দাবি করুক না কেন, তা তখন পর্যন্ত প্রাথমিক দরজার চৌকাঠ অতিক্রম করতে পারে নি। এক কথায় তাদেরকে কেউ চিনতোই না।