Monday, March 3, 2014

সাদা মাটির পাহাড় ।। দর্শনীয় স্থান ।। মহামূল্যবান খনিজ ।।


পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই নেত্রকোনার সীমান্তবর্তী বিজয়পুর এলাকায় টিলা এবং পাহাড় কেটে উজার করা হচ্ছে মূল্যবান খনিজ সম্পদ সাদা মাটি
এতে সরকার যেমন নিয়মিত রাজস্ব পাচ্ছে না, তেমনি নষ্ট হচ্ছে সেখানকার পরিবেশ পর্যটন সম্ভাবনা

টাইমস অব আসাম-এর প্রতিবেদন: ‘ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব চায় না’

দশ ট্রাক অস্ত্র মামলার রায়ের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে ছোট করা হয়েছে। কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হোক ভারত তা চায় না। এই রায়ের মাধ্যমে মনে হয়েছে বাংলাদেশ যেন ভারতের কাছে একটি বন্ধকী রাজ্য (মর্টগেজ স্টেট)।- ভারতের বহুল প্রচারিত ইংরেজি দৈনিক ‘টাইমস অব আসাম’-এর অনলাইন সংস্করণে বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। দশ ট্রাক অস্ত্র মামলার রায়ের উপর প্রতিবেদনটি লিখেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রখ্যাত সাংবাদিক ও গবেষক জয়নাল আবেদিন।
‘টাইমস অব আসাম’-এর প্রতিবেদনে বলা হয়- “২০০৪ সালে চট্টগ্রাম বন্দর এলাকায় ১০টি ট্রাক ভর্তি বিপুল অস্ত্রের চালান আটক করা হয়। দীর্ঘ ১০ বছর পর ২০১৪ সালের ৩১ জানুয়ারি এ মামলার রায় হয়। দশ ট্রাক অস্ত্র মামলার এ রায় নিয়ে স্বাধীন বিশ্লেষকদের পাশাপাশি রাজনীতি, আইন-বিচার, সামরিক ও গোয়েন্দা বিশ্লেষকরাও শঙ্কিত।

পবিত্র জুমাদাল ঊলা মাস উনার চাঁদ দেখা গেছে ॥ আগামী ৯ জুমাদাল ঊলা ১৪৩৫ হিজরী (মুতাবিক ১১ আশির ১৩৮১ শামসী, ১১ মার্চ ২০১৪ ঈসায়ী) হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ দিবস

যামানার ইমাম ও মুজতাহিদ, কুতুবুল আলম, কাইয়্যুমুয যামান, মুজাদ্দিদে আ’যম, গাউছুল আ’যম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘আনজুুমানে আল বাইয়্যিনাত রু’ইয়াতে হিলাল মজলিস উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশের আকাশে গতকাল ইয়াওমুল আহাদ বা রোববার দিবাগত সন্ধ্যায় ১৪৩৫ হিজরী সনের পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে।