Saturday, August 5, 2017

ছোট্ট একটা চামচ দিয়ে সহজ পরীক্ষায় জেনে নিন কোনো রোগ হয়েছে কিনা?



চিকিৎসা করা বা গ্রহণ করা সুন্নত। কিতাবে আছে- স্বাস্থ্য রক্ষা করা ফরজ। স্বাস্থ্য সম্পর্কিত ইলম অর্জন করার জোর তাগিদ হাদীছ শরীফে দেয়া হয়েছে।

সুস্থ থাকতে মাঝে মধ্যে মেডিক্যাল চেক আপ জরুরী। কিন্তু অনেকে ডাক্তারের কাছে না গিয়ে কখনো কখনো নিজেরাই ডাক্তার হয়ে যায়। তা করতে গিয়ে ভুল চিকিৎসারও সম্ভাবনা থেকে যায়। অথচ বাড়িতে খুব সহজ একটা পরীক্ষার মাধ্যমেই জেনে নিতে পারেন কোনো রোগ শরীরে বাসা বেঁধেছে কিনা। তার জন্য প্রয়োজন শুধু একটা চা-চামচ। চামচ (স্পুন) দ্বারা সমস্ত রোগের হাল-হাক্বীক্বতের সন্ধান হয়তো পাবেন না, তবে ফুসফুস, কিডনির কোনো সমস্যা রয়েছে কিনা বা আপনার ডায়াবেটিস হয়েছে কিনা- তা সহজেই জানতে পারবেন বলে আশা করা যায়।
এগুলির কোনোটা যদি আপনার ক্ষেত্রে দেখা যায়, তা হলে আর দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

দিল মন অন্তর প্রশান্তকারী সুমহান না’ত শরীফ


দিল মন অন্তর প্রশান্তকারী সুমহান না’ত শরীফ ।
বারবার শুনুন আর এতমিনান লাভ করুন।