১৯৪১-এর গোড়ায়
২৮০০টা রুপার বাট আর ৮৫ জন কর্মী নিয়ে লিভারপুলের উদ্দেশ্যে কলকাতা ছেড়েছিল এসএস গেয়ারসোপ্পা।
সঙ্গে ছিল নৌসেনার পাহারাদার জাহাজও। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে পুরোদমে। যুদ্ধের
খরচ সামলাতে হিমশিম খাচ্ছে ব্রিটেন। ধুঁকতে থাকা রাজকোষের হাল ধরতে শেষমেশ ভারত থেকে
লুণ্ঠন করে পাচার করা হয়েছিল এই জাহাজ ভর্তি রুপা।