আওলাদুর রসূল, হাবীবাতুল্লাহ, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি ইলম, আমল, ইখলাছে বেমেছাল ব্যক্তিত্ব এবং অতুলনীয় প্রজ্ঞাবতী। ভরপুর ইলমে লাদুন্নীসহ পবিত্র কুরআন শরীফ, পবিত্র তাফসীর শরীফ, পবিত্র হাদীছ শরীফ, শরাহ, ইজমা, ক্বিয়াস, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ফিকাহ, বিভিন্ন ভাষা বিশেষত আরবী, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সীর ব্যাকরণ ও সাহিত্য, ইসলামী আইন, প্রচলিত অন্যান্য আইন, চিকিৎসা শাস্ত্র, বিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, পোশাক বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, বালাগাত-ফাছাহাত ও হিকমত, সমাজকল্যাণ, গণিত, কালামশাস্ত্র ইত্যাদিসহ ইলম ও হুনরের সকল শাখায় রয়েছে উনার আশ্চর্য রকম বিরল ও ব্যতিক্রমী পা-িত্য। মানুষের জানা ও অজানা যত বিষয় রয়েছে তা সবই রয়েছে উনার জানা। উনার মুবারক দৃষ্টিসীমা এতটাই প্রসারিত যে, উনার কোনো সন্তান তথা মুরীদ কোথায় আছে তা তিনি উত্তমরূপেই জ্ঞাত। (সুবহানাল্লাহ)