Saturday, June 22, 2013

পৃথিবীর ইতিহাসে একমাত্র যে মহান দরবার শরীফ উনাতে পবিত্র শবে বরাত উনার পবিত্র রাত্রি মুবারক অতি সহজ ও উত্তমভাবে উদযাপিত হয় তার নমুনা


পবিত্র শবে বরাত পালনের মূল উদ্দেশ্য হচ্ছে রাত্রিতে ইবাদত-বন্দেগী করে পরবর্তী দিনে পবিত্র রোযা রেখে মহান আল্লাহ পাক উনার উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি অর্জন করা পবিত্র শবে বরাতে কোন কোন ইবাদত-বন্দেগী করতে হবে তা পবিত্র কুরআন শরীফ পবিত্র সুন্নাহ শরীফ উনাদের মধ্যে নির্দিষ্ট করে দেয়া হয়নি তবে ইবাদত-বন্দেগী করার জন্য তাকীদ নির্দেশ  মুবারক করা হয়েছে

পবিত্র শবে বরাত উনার রাতে দুই রাকায়াত নামায বণী ইসরাঈলের জনৈক বুযূর্গ ব্যক্তি উনার চারশ’ বছরের ইবাদতের চেয়েও অধিক ফযীলতপূর্ণ


নূরে মুজাসসাম, আখিরী নবী, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “একদা হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম তিনি একটি পাহাড়ের উঁচু চূড়ার উপর দিয়ে পথ চলতে ছিলেন হঠা করে ওই পাহাড়ের উপরেই একটি সাদা পাথর দেখতে পেলেন অতঃপর মহান আল্লাহ পাক উনার নবী রসূল হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ওই পাথরের চারপাশে ঘুরে আশ্চর্যান্বিত হলেন অতঃপর উনার আশ্চর্যবোধ হওয়া দেখে মহান আল্লাহ পাক তিনি হযরত ঈসা আলাইহিস সালাম উনাকে ওহী মুবারক করে বললেন, হে আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম! আপনি সাদা পাথরখানা দেখেই আশ্চর্য হয়েছেন! এর চেয়ে আশ্চর্যজনক বস্তু আপনি কী দেখতে চান?

আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদু শাবাবী আহলিল জান্নাহ, ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত


আমীরুল মুমিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদু শাবাবী আহলিল জান্নাহ, ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত যে মহান ব্যক্তিত্ব উনর সব দোয়াই কবুল করা হয় উনাকে মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় উনার সব দোয়া মুবারকই মহান আল্লাহ পাক উনার নিকট মকবুল তিনি যখন যা চাইতেন মহান আল্লাহ পাক তিনি উনাকে তখনই তা দিতেন উনার কোনো চাওয়াই মহান আল্লাহ পাক তিনি অপূর্ণ রাখেননি

রাষ্ট্রধর্ম ইসলাম উনার উপর আঘাত ॥৯৭ ভাগ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার নির্মম ষড়যন্ত্র : গর্জে উঠো মুসলমান!!!!! মুসলিম আইন সংশোধন করে মেয়েকে পূর্ণ উত্তরাধিকারী গণ্য করা ও একাধিক স্ত্রী নিষিদ্ধের কুপ্রস্তাব


মুসলিম পারিবারিক আইন সংশোধন করে মেয়ে সন্তানকেও বাবার সম্পত্তির পূর্ণ উত্তরাধিকারী হিসেবে গণ্য করার কুপ্রস্তাব উত্থাপন করেছে সরকারের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) মাহবুবে আলম এর পাশাপাশি মুসলিম পুরুষদের একসঙ্গে একাধিক স্ত্রী রাখার সুযোগ বন্ধ করার পক্ষেও মত দিয়েছে সে