মুসলিম পারিবারিক আইন
সংশোধন করে
মেয়ে সন্তানকেও
বাবার সম্পত্তির
পূর্ণ উত্তরাধিকারী
হিসেবে গণ্য
করার কুপ্রস্তাব
উত্থাপন করেছে
সরকারের প্রধান
আইন কর্মকর্তা
(অ্যাটর্নি জেনারেল) মাহবুবে আলম। এর পাশাপাশি
মুসলিম পুরুষদের
একসঙ্গে একাধিক
স্ত্রী রাখার
সুযোগ বন্ধ
করার পক্ষেও
মত দিয়েছে
সে।
গতকাল (২২ জুন-২০১৩ঈ.) শনিবার ফৌজদারি কার্যবিধি-১৮৯৮-এর
সংশোধনী বিষয়ে
এক মতবিনিময়
সভায় এসব
কুপ্রস্তাব উত্থাপন করে অ্যাটর্নি জেনারেল। যালিম
আইয়ুব খানের
শরীয়তগর্হিত কাজের সাফই করে সে
বলেছে, আইয়ুব
খান আইন
প্রণীত মুসলিম
পারিবারিক আইন সংশোধন করে দাদার
উপস্থিতিতে বাবার মৃত্যু হলেও সম্পত্তির
উত্তরাধিকারের ক্ষেত্রে তাকে জীবিত ধরে
বণ্টনের হিসাবের
বিধান করা
হয়েছে।
যালিম আইয়ুব খানের
কুফরী সংশোধনীর
ফলে হাজার
হাজার পরিবার
ও সন্তান
খোদাদ্রোহী কাজ করলেও এতে বিশাল
উপকৃত হয়েছে
দাবি করে
মাহবুবে আলম-
কোনো পরিবারে
শুধু মেয়ে
সন্তান থাকলেও
সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলে হিসেবে
গণ্য করার
শরীয়তগর্হিত কুপ্রস্তাব করেছে। তার
খোদাদ্রোহীতামূলক বক্তব্য হলো-
এখন কোনো
পরিবারে ছেলে
সন্তান না
থাকলেও ধরে
নিতে হবে,
ছেলে সন্তান
আছে’
বর্তমান পারিবারিক আইনে,
ছেলে সন্তানবিহীন
কোনো ব্যক্তির
মৃত্যু হলে
তার মেয়েরা
শরীয়ত মুতাবিক
সম্পত্তি পায়। শরীয়ত
মতে এরূপ
ক্ষেত্রে সম্পত্তিতে
অংশীদার হয়
প্রয়াতের ভাইয়েরা। এক্ষেত্রে
মেয়ে একজন
হলে মৃত
ব্যক্তির মোট
সম্পত্তির অর্ধেক পাবে। আর একাধিক মেয়ে
হলে তারা
মোট সম্পত্তির
তিন ভাগের
দুই ভাগ
পাবে।
বাকিটা মৃতব্যক্তির
ভাই বা
ভাইয়েরা পাবেন।
অ্যাটর্নি জেনারেল বলেছে,
আরেকটি বিষয়,
দ্বিতীয় বিয়ের
সুযোগ যে
কোনোভাবে বন্ধ
করতেই হবে। কারণ
এটা অসংখ্য
নারীর কান্নার
কারণ’ সে বলেছে,
স্বামী দ্বিতীয়
বিয়ে করতে
চাইলে তাতে
বাধা দেয়ার
সামর্থ্য দেশের
অধিকাংশ নারীর
নেই।
তাই এটা
আইনগতভাবেই করতে হবে। সাড়ে
চার বছরের
অ্যাটর্নি জেনারেল থাকতে কত নারীর
কান্না যে
আমি দেখেছি,
তার কোনো
হিসাব নেই।
No comments:
Post a Comment