চাঁপাইনবাবগঞ্জের
ভোলাহাট উপজেলার সর্বত্রই বোরো চাষের ধুম
পড়েছে। একদিকে
পর্যাপ্ত পরিমাণে কৃষকদের চাহিদামত সার পাওয়ার নিশ্চয়তায়
বিগত মৌসূমের তুলনায় চলতি মৌসূমে
লক্ষ্যমাত্রার চেয়ে বেশী বোরো
উৎপাদন হবে এমনটিই আশা
করছে কৃষকরা। কৃষি
নির্ভরশীল ভোলাহাট উপজেলার প্রায় ৮০ ভাগ
পরিবার কৃষিকাজ করে জীবিকা নির্বাহ
করে থাকে। এসব
পরিবারের মধ্যেই প্রায় ৩৯.১৪ ভাগ পরিবার
ভূমিহীণ কৃষক যারা অন্যের
জমি বর্গা নিয়ে জমি
চাষাবাদ করে পরিবারের সম্পূর্ণ
ব্যয়ভার পুষিয়ে বাদবাকী অর্থ
দিয়ে কোন রকমে দিনযাপন
করে আসছে।