Wednesday, April 23, 2014

আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার প্রতিষ্ঠিত- ‘মসজিদে আছ ছিদ্দীক্ব’


খন্দকের যুদ্ধে পরিখা খননে তিনি অবিরাম শ্রম মুবারক দিয়েছেন। তিনি নির্দিষ্ট দিকের মুহাফিয হিসেবে দায়িত্বশীল ছিলেন। সে যুদ্ধে দলপতিগণ উনাদের মধ্যে তিনি অন্যতম। তিনি উনার অধীনস্থগণ উনাদেরকে নিয়ে তিনি যেখানে অবস্থান মুবারক করেছিলেন, সেখানে মসজিদে আছ ছিদ্দীক্ব প্রতিষ্ঠা করেন। যা অদ্যবধি রয়েছে। (সাখাবী)

আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক


খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার আখাছছুল খাছ মনোনীত ব্যক্তিত্বগণ উনাদের মধ্যে হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি অন্যতম বলার অপেক্ষা রাখে না যে, হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি সারা কায়িনাতবাসীর জন্য সর্বোত্তম আদর্শ মুবারক নূরে মুজসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সম্মানিত দ্বীন ইসলাম উনার খিদমতে তিনি যে অবদান রেখে গেছেন, তা উনাকে উম্মতের মাঝে একক অদ্বিতীয় বানিয়েছে জুমাদাল উখরা শরীফ মাস উনার বিছাল শরীফ গ্রহণের মাস সঙ্গতকারণেই মাসে উনার সাওয়ানেহে উমরী মুবারক আলোচনা-পর্যালোচনা করা অতীব প্রয়োজন আর কারণেই সংক্ষিপ্তাকারে উনার সাওয়ানেহে উমরী মুবারক আলোচনা করা হলো