Sunday, July 7, 2013

দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত- পিজি হাসপাতালের অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর ‘রোযা অবস্থায় চিকিৎসা নেয়া’ সম্পর্কিত প্রতিবেদনটি সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিমূলক!



শরীয়তের সঠিক ফতওয়া হলো- রোযা অবস্থায় ইনজেকশন, স্যালাইন, ইনহেলার নিলে রোযা অবশ্যই ভঙ্গ হয়ে যাবে
দৈনিক ইত্তেফাকপত্রিকায় প্রকাশিতরোযা নষ্ট হয় না যে ব্যবস্থাপত্রেশিরোনামে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর লেখা প্রতিবেদনটি আমাদের নজরে পড়েছে
লেখক উক্ত প্রতিবেদনে যা উল্লেখ করেছে তার প্রায় সম্পূর্ণটাই ভুল শরীয়ত বিরোধী পাশাপাশি মুসলমানগণের ফরয রোযা নষ্ট করার একটি গভীর সূক্ষ্ম ষড়যন্ত্র
স্মর্তব্য যে, লেখক তার বক্তব্যের স্বপক্ষে কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ক্বিয়াস থেকে কোনো দলীলই পেশ করেনি বা করতে পারেনি