Wednesday, April 3, 2013

ফজলি আম নামকরনের ইতিহাস ও এই আমের কিছু বর্ননা তুলে ধরা হলো।

ইতিহাস:
০১. ব্রিটিশ ভারতে মালদহ জেলার কালেক্টর র‌্যাভেনশ এই আমকে ‘ফজলি’ নামে অভিহিত করে। হেরিটেজ রাজশাহী থেকে প্রকাশিত মাহবুব সিদ্দিকীর বই আম-এ বিস্তারিত তথ্য আছে এ বিষয়ে। ফজলি আম আগে ‘ফকিরভোগ’ বলে পরিচিত ছিল। কথিত আছে, ফজলি বিবি নামে এক বৃদ্ধার বাড়ি থেকে প্রথম

বটপূজারী মূর্খরাই ফসলী সনকে বাংলার হাজার বছরের ঐতিহ্য বলে!!!



বটপূজারীরা নফসের তথা কুপ্রবৃত্তির দাসএদের কুপ্রবৃত্তির কুরুচিপূর্ণ আচারগুলো ইহুদী-খ্রিস্টন-মুশরিকদের অর্থায়নে বাংলার ধর্মপ্রাণ মুসলমানদের উপর চাপিয়ে দিতে চাচ্ছেসুতরাং বাংলার মুসলমানরা আপনারা- বুদ্ধিজীবী দাবিদার বটপূজারী নফসের তথা কুপ্রবৃত্তির দাসদের খপ্পড় থেকে সাবধান!!! বটপূজারী নফসের তথা কুপ্রবৃত্তির দাসরা সভ্য হয় কী করে! প্রকৃতির সেরা ও বুদ্ধিমান জীব বলে প্রচার করলেও, বুদ্ধিজীবী দাবিদার হলেও সমান্য একটা অশ্বথগাছকে বটগাছ বানিয়ে পূজা করে কিভাবে? অসভ্যগুলো কেমন ধোঁকাবাজ ও জালিয়াত চিন্তা করুন! আসলে এরা মানুষ না, যদিও এদের দেহের গড়ন মানুষের মতো