Wednesday, July 24, 2013

ভোলাহাটে পল্লী বিদ্যুতের ভেলকিবাজি ॥ জনজীবন অতিষ্ঠ ্। বিদ্যুৎ এই আছে, এই নেই!



 
ভোলাহাটে পল্লী বিদ্যুতের ভেলকিবাজিতে উপজেলার সর্বস্তরের মানুষের জীবন অতিষ্ঠ বিদ্যু এই আছে! ফের নেই! ভোল্টেজ উঠানামা আর যাওয়া-আসাসহ তাদের নানা ধরনের আচরণে উপজেলার সাধারণ মানুষ হতাশায় ভুগছে বিভিন্ন ইলেক্ট্রোনিক্স যন্ত্রপাতি ব্যবহার করতে বিরক্তিবোধ পরিলক্ষিত হয়েছে বর্তমান ডিজিটাল যুগে অর্থা মোবাইল আর কম্পিউটারের যুগে জনগণের ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, ফটোষ্ট্যাট মেশিন, প্রিন্টার, ফ্রিজ, বিভিন্ন ধরনের বৈদ্যুতিক বাল্ব, ফ্যানসহ নানা ইলেক্ট্রোনিক্স সামগ্রী প্রায় নষ্ট হতে বসেছে
আর সন্ধ্যায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিং থাকায় ছাত্র-ছাত্রীদের পড়ালেখার চরম বিভ্রান্তির সৃষ্টি করছে ফের একটুখানি বৃষ্টি হলে বা মেঘের গর্জনে বিদ্যু সংযোগ বিচ্ছিন্ন করে কর্তৃপক্ষ আগে-পাছে চিন্তা-ভাবনা না করেই অফ করে বিদ্যু লাইন আর বৃষ্টির মৌসুমে তাদের চোখের দৃষ্টি শুধু মেঘ-বৃষ্টি বাদলের দিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই বিদ্যু কর্তৃপক্ষের বলে এলাকার বিভিন্ন বিদ্যু গ্রাহকগণের অভিযোগ উপজেলার ফুটানীবাজার, বড়গাছীবাজার, মুশরীভূজাবাজার, বৃহত্তর বজরাটেক, উপজেলার সদর মার্কেটসহ বিভিন্ন এলাকার বিদ্যু গ্রাহক নানা অভিযোগ করে কথা বলেন
  সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএনপি-জামাতের ডাকা হরতালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত কানসাট পল্লী বিদ্যু সমিতির অফিস সহ যাবতীয় কিছূ পুড়িয়ে লন্ডভন্ড করার কারণে গত ০৮ জুলাই পল্লী বিদ্যুতের উর্ধ্বতন কর্তৃপক্ষ ভোলাহাট উপজেলার আনাচে-কানাচে মাইকিং করে, ঘোষণায় গ্রাহক সাধারণকে পল্লী বিদ্যুতের কিছু নিয়ম-কানুন সম্পর্কে সচেতন করে ঘোষণায় জানায়, বিদ্যু ব্যবহারে সাশ্রয়ী, নির্ধারিত সময়ে বিদ্যু বিল পরিশোধ, পল্লী বিদ্যুতের পার্শ্ব সংযোগ নেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ছাড়াও অনেক নিয়মনীতি মাইকের মাধ্যমে ঘোষণা করে সকল জনগণকে অবহিত করা হয়েছে
  অভিযোগে জানা গেছে, পল্লী বিদ্যুতের কিছু কিছু পুরাতন মিটার বিদ্যু গ্রাহকদের কাছে নুতন মিটার বলে চালিয়ে দেয়া হচ্ছে আসলেও মিটারটি নুতন না পুরাতন নাকি অকেজো মিটার সেটা দেখার বিষয়    উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখা গেছে, পল্লী বিদ্যু সমিতির সারা ভোলাহাট উপজেলায় তাদের মিটারসহ গ্রাহক সদস্য সংখ্যা প্রায় ১০ হাজার;  যারা সবাই ভোগান্তিতে আছে।  চাঁপাইনবাবঞ্জ জেলা পল্লী বিদ্যু সমিতির জেনারেল ম্যানেজারের নিকট ভোলাহাটে পর্যন্ত কতজন তার গ্রাহক রয়েছে জানতে চাইলে বলেন, ভোলাহাট উপজেলায় প্রায় ১০ হাজার পল্লী বিদ্যু গ্রাহক রয়েছে

No comments:

Post a Comment