আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয়ের ৪৫তম বার্ষিকী। ৪৫ বছর আগে এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এদেশের বাঙালি মুসলমানদেরকে এনে দিয়েছিলো আত্মপরিচয়ের স্বাধীন ঠিকানা। আজ স্বাধীনতা বিজয়ের নির্মল আনন্দ প্রকাশের দিন, স্বাধীন আবাস ভূমি পওয়ায় মহান আল্লাহ পাক উনার প্রতি শুকরিয়া প্রকাশের দিন।
পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ধ্বনি প্রতিধ্বনি তুলে, লাল-সবুজের নিশান উড়িয়ে বিজয়ের দামামা ঘোষণার দিন আজ। বাঙালি মুসলিম বীরের রক্তস্রোত আর মায়ের অশ্রুধারায় মিশে পূর্ব দিগন্তে বিজয়ের রক্তিম সূর্য উদিত হওয়ার দিন আজ। বঞ্চনা আর নিগ্রহের শিকার ক্ষোভাতুর রক্তচোখে আগুন মেখে রাইফেল কাঁধে বনে-জঙ্গলে, মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে, শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায় পাকী সেনা ও তাদের এ দেশীয় দোসর মওদুদী জামাতী, দেওবন্দী খারিজী, ওহাবী সালাফী রাজাকার, আল-বাদর, শান্তিকমিটির ঘাতকদের খুঁজে বেড়ানো দেশপ্রেমিক তেজি বাঙালি মুসলিম তরুণের পদভারে এদিন পৃথিবীর বুকে নতুন একটি মুসলিম দেশ- ‘বাংলাদেশ’-এর জন্ম হয়।
পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ধ্বনি প্রতিধ্বনি তুলে, লাল-সবুজের নিশান উড়িয়ে বিজয়ের দামামা ঘোষণার দিন আজ। বাঙালি মুসলিম বীরের রক্তস্রোত আর মায়ের অশ্রুধারায় মিশে পূর্ব দিগন্তে বিজয়ের রক্তিম সূর্য উদিত হওয়ার দিন আজ। বঞ্চনা আর নিগ্রহের শিকার ক্ষোভাতুর রক্তচোখে আগুন মেখে রাইফেল কাঁধে বনে-জঙ্গলে, মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে, শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায় পাকী সেনা ও তাদের এ দেশীয় দোসর মওদুদী জামাতী, দেওবন্দী খারিজী, ওহাবী সালাফী রাজাকার, আল-বাদর, শান্তিকমিটির ঘাতকদের খুঁজে বেড়ানো দেশপ্রেমিক তেজি বাঙালি মুসলিম তরুণের পদভারে এদিন পৃথিবীর বুকে নতুন একটি মুসলিম দেশ- ‘বাংলাদেশ’-এর জন্ম হয়।