মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা ( ভোলাহাট শাখা) ব্লগে আপনাকে
স্বাগতম। আমরা নিয়ম-নীতির বোঝা চাপিয়ে আপনার লুকায়িত প্রতিভা বিকাশের পথ
রুদ্ধ করতে চাই না। প্রত্যেকেই স্বাধীনভাবে তার নিজস্ব চিন্তাধারা, মতামত,
সৃজনশীলতা ও মেধা বিকাশ করতে পারবে। সাধারণভাবে আমরা সমাজে কিছু রীতি-নীতি
মেনে চলি। আর নীতিমালা না থাকলে কী হতে পারে সে উদাহরণ বিভিন্ন ব্লগে অহরহ।
তাই ব্লগের শৃঙ্খলার জন্য নিম্নলিখিত নীতিগুলো মানতে হবে-
১. সাধারণ নীতিমালা:
১.১. নির্দিষ্ট কোন বিষয় বা মত প্রতিষ্ঠা করার জন্য মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা ( ভোলাহাট শাখা) ব্লগ তৈরী হয়নি। তবে সত্য, ন্যায় ও সঠিক মতকে আমরা প্রাধান্য দেই।
১.২. প্রত্যেকের ব্যক্তিসত্তা ও অধিকার রক্ষায় যত্নবান হোন।
১.৩. বিশেষ কোন ব্যক্তি, জাতি বা গোষ্ঠীকে
আঘাত করে বা উস্কানীমূলক কিছু লেখা যাবে না। তবে সংশোধনের উদ্দেশে কারও
ভূল ধরিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আপনাকে যথেষ্ট তথ্য-প্রমাণ ও যুক্তি পেশ
করতে হবে।
১.৪. ব্লগে আপনার লেখার সকল দায়-দায়িত্ব আপনার নিজের। এজন্য ব্লগ কর্তৃপক্ষ, মডারেটর বা অন্য কেউ আপনার লেখার দায় বহন করবে না।
১.৫. কপিরাইট আইনের ব্যাপারে সতর্ক হোন।
১.৬. ব্লগে অশ্লীল বা অশালীন কোন লেখা,
ছবি, ভিডিও বা লিংক পোস্ট করা যাবে না। কর্তৃপক্ষ অশ্লীল-আশালীন ছাড়াও যে
কোন লেখা, ছবি, ভিডিও বা লিংক ইচ্ছা করলে মুছে দিতে পারেন।
১.৭. আপনার ইমেইল একাউন্ট কর্তৃপক্ষ কারো সাথে শেয়ার করবে না।
১.৮. মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা ( ভোলাহাট শাখা) ব্লগের যেকোন লেখা অন্য ব্লগ বা সাইটে প্রকাশ করা যাবে। তবে অবশ্যই ব্লগের রেফারেন্স উল্লেখ করতে হবে।
২. ইউজারনেম সংক্রান্ত:
২.১ এডমিন, প্রশাসক, মডারেটর, সমন্বয়ক বা কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্টতা বোঝায় এমন কোন ইউজারনেম ব্যবহার করা যাবে না।
২.২ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন ইউজারনেম ব্যবহার করা যাবে না। যেমন- আল্লাহ, নবী, রাসূল ইত্যাদি।
২.৩ অশ্লীল অর্থবোধক বা অশ্লীলতার ইঙ্গিত বহনকারী কোন নাম ব্যবহার করা যাবে না।
২.৪ অপর কোন ব্লগারকে ব্যঙ্গ করে কোন ইউজারনেম বানানো যাবে না।
২.৫ এক ব্যক্তি একাধিক ইউজারনেম তৈরী করতে পারে। তবে একাধিক ইউজারনেম ব্যবহার করে ব্লগে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যাবে না।
২.৬ এটা যেহেতু বাংলা ব্লগ, তাই আপনি
আপনার দৃশ্যমান নাম বাংলায় রূপান্তর করতে পারেন। আমরা বাংলা নামকেই অধিক
সমর্থন করি। তবে ইংরেজী থাকলেও অসুবিধা নেই।
২.৭ কোন ব্লগার যদি তার নাম নিজে নিজে
ইংরেজী থেকে বাংলায় না করতে পারে তাহলে কর্তৃপক্ষকে অনুরোধ করলে নাম ইংরেজী
থেকে বাংলায় রূপান্তর করে দেয়া হবে। এক্ষেত্রে ব্লগারকে তার নামের বাংলা
বানান কি হবে তা কর্তৃপক্ষকে জানাতে হবে।