কাঠের তৈরি
বিস্ময়কর যন্ত্র খুঁজে পেয়েছেন মুসলিম তুর্কি প্রত্নতত্ত্ববিদেরা। একটি পোতাশ্রয় (হারবার)
সাইট খননকার্যের সময় তারা ১২০০ বছরের পুরনো কাঠের যন্ত্র খুঁজে পেয়েছেন, যাকে বলা যায়
বর্তমান সময়ের ট্যাবলেট কম্পিউটারের সবচাইতে প্রাচীন জেনারেশন। প্রত্নতত্ত্ববিদদের
ধারণা, তখনকার মুসলিম শাসিত দেশ ক্রিমিয়ার মুসলিম বণিকদের ব্যবহৃত জাহাজ ছিলো এগুলো।
ঈসায়ী নবম শতাব্দীর দিকে ক্রিমিয়া, তুরস্কসহ এ অঞ্চলগুলো মুসলিম শাসকদের অধীন ছিলো।