Wednesday, March 26, 2014

বাংলাদেশ সৃষ্টির বিরোধিতাকারী তথা রাজাকার রবীন্দ্র ঠগের রচিত গান কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে??

“১৯৭১ এ জামাত স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করায় রাজাকার হলে,
১৯০৫ সালে পূর্ববঙ্গ তথা বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করায় রবীন্দ্রনাথ কেন রাজাকার হবে না??
আর একটা রাজাকারের রচিত গান কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে??
তাই অবিলম্বে রবীন্দ্রনাথ রচিত কথিত ‘জাতীয় সঙ্গীত’ বাতিল করে
উম্মু রসুলিল্লাহ ত্বহিরা তইয়িবা হযরত আমিনা আলাইহাস সালাম উনার রচিত সুমহান নাত শরীফ উনাকে জাতীয়ভাবে পাঠ করা হোক।”

আজ মহান স্বাধীনতা দিবস ॥ ৪৩ বছর আগে এই দিনে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়


পদ্মা মেঘনা যমুনা বিধৌত ব-দ্বীপের দেশ এই সোনার বাংলাদেশ শতকরা ৯৭ ভাগ মুসলমান অধ্যুষিত। বহু নদী বেষ্টিত এ ভূ-ভাগের এক বড় অর্জন- বাঙালি মুসলমানদের অনন্য এক ইতিহাস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ।