চাঁপাইনবাবগঞ্জে গতকাল দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর মধ্য দিয়ে কৃষি শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচিত হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়’ নামে এই নতুন বিশ্ববিদ্যালয়টির উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
Wednesday, October 9, 2013
পবিত্র কুরবানী করার কোনো পশু খরীদ করে হারিয়ে গেলে কী করবেন?
ধনী ব্যক্তি যদি পবিত্র কুরবানী করার জন্য কোনো পশু খরীদ করে আর তা হারিয়ে যায়, অতঃপর পবিত্র কুরবানী করার জন্য আর একটি খরীদ করে আর দ্বিতীয় পশুটি খরীদ করার পর যদি প্রথম পশুটি, যা হারিয়ে গিয়েছিল তা পাওয়া যায়, তবে ধনী ব্যক্তির জন্য দুটি পশুর যেকোনো একটি পশু কুরবানী করা জায়িয রয়েছে। কারণ শরীয়ত তার উপর আলাদাভাবে একটি পশুই কুরবানী করা ওয়াজিব করেছে। তবে শর্ত হচ্ছে- প্রথম পশুটি যে মূল্যে খরীদ করা হয়েছে দ্বিতীয় পশুটি তার চেয়ে বেশি অথবা তার সমপরিমাণ মূল্যে খরীদ করতে হবে। যদি কম মূল্যে খরীদ করে এবং দ্বিতীয় পশুটি পবিত্র কুরবানী করে, তাহলে দ্বিতীয় পশুটি প্রথম পশু হতে যে পরিমাণ কম মূল্যে খরীদ করেছে, সে পরিমাণ মূল্য সদ্কা করে দিতে হবে।