Tuesday, April 8, 2014

শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার বিকেলে ১০মিনিটের শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। সদর উপজেলার বালিয়াডাঙ্গা, ঝিলিম ইউনিয়নসহ বিভিন্ন স্থানে বড় আকারের শিলাবৃষ্টিতে আম, বোরো ধানসহ অন্য ফসলেরও ক্ষতি হয়েছে। এতে প্রায় ২৫ ভাগ আম নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ভোলাহাটে দুই মাদক ব্যবসায়ীর সাজা

ভোলাহাটে কুখ্যাত দু’মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত সোমবার ১ বছর করে সাজা প্রদান করেছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল প্রায় ৪টার সময় ভোলাহাট থানার অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদের নেতৃত্বে এসআই জামালউদ্দিন, এসআই মোজাম্মেল, এএসআই সবুরসহ সঙ্গীয় ফোর্স উপজেলার মুশরীভূজা খাসপাড়া গ্রামের মৃত: ইয়ার আলীর ছেলে আবুল কাশেম (৪৪) ও নামো-মূশরীভূজা গ্রামের মৃত: আব্দুস সাত্তারের ছেলে মোশাররফ (৪০)-এর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১২ লিটার চোলাই মদসহ মদ তৈরির বিভিন্ন উপকরণ আটক করে উপজেলা নির্বাহী কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে কুখ্যাত এ মাদক ব্যবসায়ীদ্বয়কে মাদকদ্রব্য আইনে ১ বছর করে সাজা প্রদান করেন। এর পূর্বে কাশেম একই আইনে ভ্রাম্যমান আদালতে ২বার ও মোশারফ্ফ ১বার কারভোগ করেছে।