বাড়িতে পিঁপড়া প্রায় আমাদের সবারই একটা উটকো সমস্যা। ঘরদোর যতই পরিষ্কার
করে রাখা হোক না কেন, পিঁপড়ার হাত থেকে রেহাই পাওয়া খুবই জটিল। বিশেষ করে রান্নাঘর
বা খাবার ঘর থেকে নাছোড় পিঁপড়া যেতেই চায় না।
বাজারে পিঁপড়া মারার নানারকম ওযুধ কিনতে পাওয়া যায়। তবে এগুলোর বেশিরভাগেই
ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকায় তা পিঁপড়ার পাশাপাশি মানুষেরও, বিশেষ করে ছোট বাচ্চাদের
শরীরের ক্ষতি করে। তাই এই সব এড়িয়ে নিরাপদ উপায়ের সন্ধান সবারই । এখানে এমনই কয়েকটি
পদ্ধতির বিবরণ দেয়া হলো, যাতে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার ছাড়াই বাড়ি পিঁপড়ামুক্ত
থাকে।