Thursday, August 3, 2017

প্রতিটি মা তার মেয়েকে বিবাহ দেয়ার পর জনৈক মায়ের নসিহতঃ

প্রত্যেকটি মুসলিম মেয়েরই মূল্যবান এই নসীহতগুলো জেনে
রাখা উচিৎ !!
উমামা বিনতে হারেছ নিজ কন্যার বিবাহের সময় তাকে এমন
কিছু নসীহত করেন যা শুধু মেয়ের জন্যই নয়; বরং পরবর্তী সমস্ত
নারীর জন্য মাইল ফলক হিসেবে অবশিষ্ট থাকবে।
তিনি মেয়েকে লক্ষ্য করে বলেন- ওহে আমার কলিজার টুকরা মেয়ে!
আজ তুমি নিজের পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়স্বজন, বান্ধবী ও প্রতিবেশী থেকে বিচ্ছিন্ন হয়ে এমন এক অপরিচিত পরিবেশে এমন এক অপরিচিত ব্যক্তির নিকট গমণ করছো যেখানেই রয়েছে তোমার আসল ঠিকানা এবং সেই ব্যক্তিই তোমার প্রকৃত বন্ধু,
সাথী ও কল্যাণকামী।

গতির তিনটি সূত্রের আবিষ্কারক নিউটন নয়, মুসলিম বিজ্ঞানীরা

বিজ্ঞানী নামক জ্ঞানচোর নিউটন (১৬৪৩-১৭২৭) সে গতি সংক্রান্ত ৩টি সূত্র বিভিন্ন মুসলিম বিজ্ঞানীদের কিতাব থেকে চুরি করে তার “Philosophi Naturalis Principia Mathematica” বইতে তার নিজের নামে চালিয়ে দেয় ।
গতির প্রথম সূত্রে বলা হয়েছে যে, “স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে।” গতিবিদ্যার এই সূত্রটি মুসলিম বিজ্ঞানী ইবনে সিনা (৯৮০-১০৩৭) নিউটনের ৬০০ বছর পূর্বে রচিত “আল ইসহারাত ওয়াল তানবিহাত” (Remarks and Admonitions) কিতাবে বর্ণনা করেন। তিনি বলেন যে, “যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয় তবে বস্তু স্থির বা সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকবে।” এই বক্তব্যের মাধ্যমে স্পষ্টতঃ প্রমাণিত হয় যে, নিউটন নয় বরং মুসলিম বিজ্ঞানী ইবনে সিনাই গতির প্রথম সূত্র আবিষ্কার করেছেন।

গলায় কাঁটা বিঁধলে যা করবেন


এদেশের মানুষের খাদ্যতালিকা মাছ ছাড়া কল্পনাই করা যায় না। তাই তো প্রবাদ আছে- মাছে ভাতে বাঙালি। কিন্তু খেতে বসে গলায় মাছের কাঁটা ফোটেনি এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। অনেকে এমনো আছে মাছের কাঁটা ঠিকমতো বেছে খেতে পারে না। মাঝে মাঝে অসাবধানতাবশতঃ গলায় মাছের কাঁটা ফুটে যায়। আর তারপরই শুরু হয় আ...আ...।

আর গলায় মাছের কাঁটা বিঁধলে অসম্ভব অস্তস্তি শুরু হয়। তাই মাছের কাঁটা নামানোর উপায়:
(***) গলায় মাছের কাটা ফুটে গেলে নিচের পবিত্র আয়াত শরীফটি পড়ে গলায় ফু দিতে হবে এবং কিছু একটা খাইতে হবে। সাথে সাথে মাছের কাটা দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ!!.
পবিত্র আয়াত শরীফটি হলো- فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ
উচ্চারণ- "ফালা উলা ইযা বালাগাতুল হুলকুম"। (সূরা- ওয়া-ক্বিয়া: আয়াত ৮৩)