Tuesday, April 9, 2013

ইসলামবিদ্বেষী ‘ব্লগার’ প্রসঙ্গে বাংলানিউজ২৪.কম-এর প্রশ্ন এবং আমার প্রসঙ্গ কথা




ব্লগারদের তালিকা তৈরির নেপথ্যে কে?’ -এই শিরোনামের প্রতিবেদনে গত রোববার (৭ এপ্রিল ২০১৩ ঈসায়ী) একটি তীর্যক প্রশ্ন ছুড়েছে প্রতিবেদক শেরিফ আল সায়ার, ইয়ুথ এনগেজমেন্ট এডিটর বাংলানিউজটোয়েন্টিফোর.কমপ্রশ্নটি হচ্ছে- আলেম সমাজ কি ব্লগ বোঝেন?’
আমি বলবো, হ্যাঁ, বুঝেনযারা প্রকৃত আলিম উনারা শুধু ব্লগ না; জ্ঞানের সবকিছুই উনারা বুঝেন, জানেনকোনটা ব্লগ এবং ব্লগ কি- একমাত্র উনারাই ঠিকমত বুঝেন

ইসলামবিদ্বেষী ব্লগারদের বিরুদ্ধে শক্তহস্ত প্রধানমন্ত্রী ॥ “আমি মুসলমান। নবীজির বিরুদ্ধে বাজে কথা বললে চুপ করে বসে থাকতে পারি না”



ইসলামবিদ্বেষী ব্লগারদের বিরুদ্ধে কঠোরহস্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাতিনি বলেছেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো কোনো কথা যদি লেখায় থাকে, অবশ্যই আমাদের তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবেএটা খুব স্বাভাবিকআমি একজন মুসলমানএখন নবী করিম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্পর্কে কেউ যদি আজে-বাজে কথা লেখে, আমরা তো চুপ করে বসে থাকতে পারি নাতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে
রোববার বিবিসি বাংলা বিভাগকে দেয়া এক সাক্ষাকারে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেনসাক্ষাকারটি নিয়েছে বিবিসির কাদির কল্লোল