Friday, July 12, 2013

বাংলাদেশ থেকে সস্তায় পোশাক বানিয়ে মুনাফা লুটছে পশ্চিমারা ॥ ছেড়ে যাওয়ার প্রচারণা নিছক গুজব ॥ চাপ সৃষ্টি করে সস্তায় পোশাক বানানোর অপকৌশল



প্রতি বছর গরম পোশাক রপ্তানি করে দুইশ কোটি মার্কিন ডলার আয় করে থাকে ভারত তামিলনাড়ু রাজ্যের তিরুপুর শহরে গড়ে উঠেছে তৈরী পোশাক রপ্তানির প্রধান কেন্দ্র এজন্য শহরটিকেডলার সিটিবলে ডাকা হয় বাংলাদেশ ব্যবসায় পা রাখার আগে সস্তা শ্রম মূল্যের কারণে এটি ছিল পশ্চিমা খুচরা ব্যবসায়ীদের প্রথম পছন্দ কিন্তু সস্তা শ্রমের গুণগত মানের কারণে বাংলাদেশের কাছে হার মানে ভারত আন্তর্জাতিক ক্রেতারা ঝুঁকে পড়ে বাংলাদেশের দিকে আর তাই হিংসাবশত বাংলাদেশের পোশাক শিল্পের বদনাম ছড়াতে ভারত তার এজেন্ট নিয়োগ করেছে, যারা চক্রান্তে লিপ্ত আছে