Wednesday, July 3, 2013

মওদুদীবাদী জামাতের দিন ফুরিয়ে গেছে



এক সময় প্রচারণা ছিল- সারাদেশে মওদুদীবাদী জামাতের ব্যাপক প্রভাব আর দাপটের জামাত নাম শুনলে সবাই অজানা আতঙ্কে ভুগতো ভয়ে জামাতীদেরকে এড়িয়ে চলতো, কেউ-বা সমীহ করতো আর গত দুবছরে (২০১১ সালের জুন থেকে ২০১৩ সালের মে পর্যন্ত) দেশের বিভিন্ন স্থানে জামাত সন্ত্রাসী ঘটনার মধ্যে দিয়ে তা প্রমাণও করতে চেয়েছে কিন্তু গত দুবছরে (২০১১ সালের জুন থেকে ২০১৩ সালের মে পর্যন্ত) দেশের বিভিন্ন স্থানে জামাত যে সন্ত্রাসী সহিংসতা ঘটিয়েছে তা মাত্র গোটা কয়েক জেলায়, গোটা দেশে নয় আর তাও আবার জনগণের প্রত্যাখ্যান সরকারের সঠিক পদক্ষেপের কারণে নিয়ন্ত্রণ করা গেছে; ব্যাপকতা লাভ করেনি জামাতীরা চেয়েছিল সিরিয়া, মিশর, লিবিয়ার মতো ওহাবীবাদী বিপ্লব ঘটাতে কিন্তু ওহাবীপন্থী মওদুদীবাদী জামাতীদেরকে দেশের মানুষ প্রত্যাখ্যান করায় তারা আস্তাকুঁড়ে নিক্ষেপ হয়েছে

ভোলাহাটে সিটিসেল সংযোগ বিচ্ছিন্ন থাকায় গ্রাহকরা চরম দুর্ভোগে



ভোলাহাটে সিটিসেল গ্রাহকেরা সপ্তাহব্যাপী মোবাইল ও ইন্টারনেট সংযোগ না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে। অভিযোগে জানা গেছে, গত ২৪ জুন (২০১৩ ঈ.) থেকে ৩ জুলাই (২০১৩ ঈ.) এ রিপোর্ট লেখা পর্যন্ত সময় মোবাইল ও ইন্টারনেট সংযোগ সিটিসেল গ্রাহকেরা না পাওয়ায় মোবাইল ও মোডেম অকেজো হয়ে পড়েছে শত শত সিটিসেল গ্রাহকের।

রেশমাকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদনকারী সাংবাদিক সায়মন ভাঁওতাবাজ ॥ হলুদ সাংবাদিকতার দায়ে গ্রেফতারও হয়েছিলো

সায়মন রাইট নিজেই ধোঁকাবাজি, হলুদ সাংবাদিকতা ও টাকার বিনিময়ে বানোয়াট সংবাদ তৈরি করে হয়েছে শিরোনাম। হয়েছে গ্রেপ্তার ও দক্ষিণ আফ্রিকা থেকে বহিষ্কার। আর এই সেই সায়মন রাইটই গত ৩০ জুন ২০১৩ ঈসায়ী তারিখে ব্রিটিশ ট্যাবলয়েড সানডে মিররে রেশমা উদ্ধার নিয়ে কথিত অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করে আবারো সংবাদ হয়েছে। বিতর্কিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, “রেশমা উদ্ধার ঘটনা স্রেফ ভাঁওতাবাজি।”  তবে সবার ধারণা, এটাও সায়মনের ধোঁকাবাজি। কেননা সায়মন নিজেই একটা ধোঁকাবাজ।