Monday, June 30, 2014

পবিত্র রমাদ্বান শরীফ উনার জরুরী মাসায়ালা-মাসায়িল ও দোয়াসমূহ


রোযার পরিচয় ও করণীয়:

সাধারণত রোযা বলতে ছুবহি ছাদিক্ব থেকে শুরু করে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত নির্জন অবস্থান ও পানাহার থেকে বিরত থাকাকে বুঝায়। তবে এর সাথে সাথে মিথ্যা, গীবত, চোগলখোরী, ঝগড়া-বিবাদ, মারামারি-কাটাকাটি, গালি-গালাজ, অশ্লীল-অশালীন, ফাসিক্বী ও নাফরমানিমূলক কাজ থেকে বিরত থাকতে হবে। কারণ, হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে- আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “যে ব্যক্তি রমাদ্বান শরীফ-এ খারাপ কাজ করে, শরাব পান করে, ব্যভিচার করে এমন ব্যক্তি রমাদ্বান শরীফ-এর রোযা রাখলেও তা কবুল হবে না। বরং আল্লাহ পাক উনার ফেরেশতাকুল, আসমানের সব অধিবাসী উনারা পরবর্তী রমাদ্বান শরীফ-এর আগ পর্যন্ত ওই ব্যক্তির উপর লা’নত বর্ষণ করতে থাকেন।” নাঊযুবিল্লাহ! (গুনইয়াতুত ত্বলিবীন)

খোশ আমদেদ মাহে রমাদ্বান শরীফ ॥ রহমত মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে শুরু হলো মাহে রমাদ্বান শরীফ

খোশ আমদেদ মাহে রমাদ্বান শরীফ। ২৯ জুন (২০১৪) রোববার ছিল ৩০ মাহে শা’বান শরীফ। কাজেই আজ ৩০ জুন (২০১৪) সোমবার শরীফ পবিত্র মাহে রমাদ্বান শরীফ। সে হিসেবে রোববার দিবাগত রাতে সাহরি খেয়ে আজ ৩০ জুন (২০১৪) সোমবার শরীফ হতে রোযা পালন করেছেন বাঙালি মুসলিম উম্মাহ। অর্থাৎ আজ পহেলা রমাদ্বান শরীফ।