Friday, November 13, 2015

পবিত্র ছফর শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি ॥

=================================
* আগামী ২৬ ছফর ১৪৩৭ হিজরী হিসেবে আগামী ১০ সাবি১৩৮৩ শামসী, ৯ ডিসেম্বর ২০১৫ ঈসায়ী পালিত হবে- পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ
* আর পবিত্র ২৮ ছফর শরীফ (১২ সাবি১৩৮৩ শামসী, ১১ ডিসেম্বর ২০১৫ ঈসায়ী)
সাইয়্যিদুনা ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
এবং দ্বিতীয় সহস্রাব্দের মহান মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনাদের পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস।
=====================================
গতকাল ইয়াওমুল খামীস বা বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায় ১৪৩৭ হিজরী সনের পবিত্র ছফর শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি। আকাশ পরিষ্কার থাকলেও রাজধানী ঢাকাসহ সারাদেশের কোথাও পবিত্র ছফর শরীফ মাস উনার চাঁদ দেখতে পাওয়া যায়নি। মূলত, মহাকাশ বিজ্ঞানের হিসাব অনুযায়ী চাঁদ দেখা যাওয়ার অবস্থানে ছিল না। তাই আজ ইয়াওমুল জুমুয়াহ বা জুমুয়াবার পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস উনার ৩০ দিন পূর্ণ হওয়ার পর আগামীকাল ১৬ সাদিস ১৩৮৩ শামসী, ১৪ নভেম্বর ২০১৫ ঈসায়ী, ইয়াওমুস সাব্ত বা শনিবার পবিত্র ছফর শরীফ মাস উনার পহেলা তারিখ।