Tuesday, July 15, 2014

মহাসম্মানিত দ্বীন ইসলাম ও মহাপবিত্র বদরের জিহাদ

মহাপবিত্র কুরআন শরীফ উনার মাঝে নাযিলকৃত পবিত্র আয়াতে কারীমা দ্বারা সুস্পষ্টরূপে প্রকাশিত ও প্রতিভাত হয় যে, ‘ইসলাম কখনই পরাজিত হবে না।’ যেমন ইরশাদ মুবারক হয়েছে, “বিজয় কেবল পরাক্রমশালী প্রজ্ঞাময় মহান আল্লাহ পাক উনার তরফ থেকেই এসে থাকে।” (পবিত্র সূরা আলে ইমরান শরীফ : পবিত্র আয়াত শরীফ ১২৬)
          আরো ইরশাদ মুবারক হয়েছে, “মু’মিন-মুসলমানগণকে সাহায্য করাই মহান আল্লাহ পাক উনার হক্ব।” (পবিত্র সূরা রূম শরীফ : পবিত্র আয়াত শরীফ ৪৭)
        
 
বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টি অনেকেই আপেক্ষিক বলার চেষ্টা করবেন। তবে মহাপবিত্র কুরআন শরীফ উনার এই কথা যে এক কঠিন বাস্তব তার প্রমাণই হচ্ছে ওই বদর প্রান্তরের পবিত্র জিহাদ। এক হাজার সুসজ্জিত কাফির সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র ৩১৩/৩১৫ জন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা লড়াই করেন।