দেশবরেণ্য এবং প্রখ্যাত আইনজীবি, সুপ্রিমকোর্ট বার কাউন্সিলের সাবেক
সভাপতি,
বাংলাদেশ সরকারের
বর্তমান আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ। বিভিন্ন সময়ে যুদ্ধাপরাধী-রাজাকার, মৌলবাদ তথা কওমী ধর্বব্যবসায়ীদের বিরুদ্ধে
সোচ্চার কণ্ঠ। তিনি দেশের কওমী মাদরাসাগুলোকে সন্ত্রাসবাদের
প্রজননক্ষেত্র বলে চিহ্নিত করেছেন। যুদ্ধাপরাধী-রাজাকার, মৌলবাদীদের বিরুদ্ধে করে থাকেন সাহসী
উচ্চারণ। তাই উনাকে হেয় প্রতিপন্ন করতে প্রতিপক্ষ
প্রায়ই উনার বিরুদ্ধে নাস্তিক্যবাদের অভিযোগ তুলে। পবিত্র দ্বীন ইসলাম উনার প্রতি বিদ্বেষের অভিযোগ তুলে।
এ বিষয়টি নিয়ে গত পরশু সচিবালয়ে উনার নিজ কার্যালয়ে কথা
হয় যামানার তাজদীদী মুখপত্র দৈনিক আল ইহসান শরীফ ও মাসিক আল বাইয়্যিনাত শরীফ পত্রিকাদ্বয়
উনাদের সম্পাদক আল্লামা মুহম্মদ মাহবুব আলম সাহেব উনার সাথে। বিষয়গুলো নিয়ে তিনি খোলামেলাভাবেই বক্তব্য দিয়েছেন।