‘আল বাইয়্যিনাত’ শব্দের অর্থই হচ্ছে অকাট্য, স্পষ্ট, উজ্জ্বল, প্রকাশ্য ও প্রমাণ্য দলীলসমূহ। মহান আল্লাহ পাক উনার রহমতে এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইহসান মুবারক উনার উসীলায় মাসিক আল বাইয়্যনাত শরীফ ও দৈনিক আল ইহসান শরীফ উনাদের মধ্যে শুরু থেকে এ পর্যন্ত কোনো লেখাই বিনা দলীলে লেখা হয়নি। অর্থাৎ কোনো একটি বক্তব্যও কেউ কোনোদিন পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের খিলাফ প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ!
Monday, March 10, 2014
হাদীউল উমাম সাইয়্যিদুনা হযরত শাহদামাদ ছানী ক্বিবলা আলাইহিস সালাম জিন্দাবাদ!
পবিত্র ৯ই জুমাদাল ঊলা শরীফ। এ তারিখ ও মাসটি মর্যাদাম-িত হওয়ার পিছনে অন্যতম একটি উপলক্ষ হচ্ছে এ মুবারক দিনটিতে পবিত্র বিলাদত শরীফ গ্রহণ করেছেন মহান আল্লাহ পাক উনার মনোনীত বান্দা ও ওলী, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মনোনীত উম্মত, নায়িব ও ওয়ারিছ এবং যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার সুমহান মুজাদ্দিদ ও ইমাম, মুজাদ্দিদ আ’যম ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা, হাবীবাতুল্লাহ, উম্মুল উমাম হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনাদের মনোনীত, পছন্দনীয়, কবুলকৃত, ¯েœহধন্য শাহ দামাদ ছানী ক্বিবলা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!