মুসলিম পারিবারিক আইন সংশোধন করে মেয়ে সন্তানকেও বাবার সম্পত্তির পূর্ণ উত্তরাধিকারী হিসেবে গণ্য করার জঘন্য কুপ্রস্তাব উত্থাপন করেছে সরকারের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) অ্যাডভোকেট মাহবুবে আলম। এর পাশাপাশি মুসলিম পুরুষদের একসঙ্গে একাধিক স্ত্রী রাখার সুযোগ বন্ধ করার পক্ষেও মত দিয়েছে সে।
গত ২২ জুন ২০১৩ ঈসায়ী শনিবার ফৌজদারি কার্যবিধি-১৮৯৮’র সংশোধনী বিষয়ে এক মতবিনিময় সভায় ইসলামবিরোধী এসব কুপ্রস্তাব উত্থাপন করে অ্যাটর্নি জেনারেল। ২৩ জুন ২০১৩ ঈসায়ী দৈনিক আল ইহসানে এ খবর প্রকাশিত হওয়ার পর সারাদেশ থেকে লাখ লাখ ধর্মপ্রাণ পাঠক দৈনিক আল ইহসানে ফোন করে তাদের তীব্র প্রতিবাদ জানায় ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত অব্যাহত রেখেছে।