Sunday, August 16, 2015

মাদরাসা শিক্ষার প্রতি বর্তমান মুসলমানদের অনীহা ও ইংরেজিভিত্তিক শিক্ষার মূল উদ্দেশ্য

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেসব হিফয কিংবা ক্বারীয়ানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সেসবে বাংলাদেশের মাদরাসা ছাত্ররাই সবসময় প্রথম-দ্বিতীয় স্থান লাভ করে থাকে। বিভিন্ন পত্র-পত্রিকা এবং ইন্টারনেটের সংবাদমাধ্যমে এ সম্পর্কিত খবর নিয়মিত দেখা যায়। এদেশের মাদরাসা শিক্ষার্থীদের মাতৃভাষা হলো বাংলা, তারপরও তারা মধ্যপ্রাচ্যের আরবীভাষী প্রতিযোগীদের হারিয়ে পুরস্কার লাভ করে।
বিপরীতে ইংরেজি মাধ্যমে যারা শিক্ষালাভ করে, তারা স্কুল-কলেজে দশ-বারো বছর ইংরেজি পড়েও কিন্তু ইংরেজিতে স্বচ্ছন্দ হতে পারে না। ইংরেজিতে ঠিকমতো লেখা কিংবা কথা বলাটাও এদেশের অধিকাংশ স্কুল-কলেজ পড়য়ার পক্ষেই সম্ভব হয় না।

সাইয়্যিদুনা মুজাদ্দিদে আজম আলাইহিস সালাম তিনি ভোলাহাট ছফরে এসে এই বাড়িতে অবস্থান করেন।

সাইয়্যিদুনা মুজাদ্দিদে আজম আলাইহিস সালাম তিনি ভোলাহাট ছফরে এসে এই বাড়িতে অবস্থান করেন।সুবহানাল্লাহ!
ধন্য
ধন্য 
ধন্য 
- এই বাড়ি মহা বড়
ধন্য!!!!