Wednesday, November 16, 2016

ভোলাহাটে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত

 পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে গত সোমবার দিবাগত রাতে বাদ-ইশা এক বরকতপূর্ণ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত বরকতপূর্ণ মাহফিল অনুষ্ঠিত হয় ভোলাহাট উপজেলার কানারহাট বাগানপাড়া গ্রামের মুহম্মদ কালু শেখ-এর বাড়িতে। উক্ত বরকতপূর্ণ মাহফিলে আলোচনা করেন আল্লামা মুহম্মদ মুহসিনুর রহমান ও আল্লামা মুহম্মদ সালাহুদ্দীন। উক্ত বরকতপূর্ণ মাহফিলে পবিত্র মীলাদ শরীফ পাঠ ও কিয়াম শরীফ পরিচালনা করেন ছুফী মুহম্মদ রহমতুল্লাহ আর দোয়া-মুনাজাত পরিচালনা করেন মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা ভোলাহাট শাখার প্রধান শিক্ষক হাফিয মুহম্মদ আবূ সাইম। মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়। অত্র মহল্লার ধর্মভীরু মুসল্লীগণ মাহফিলে উপস্থিত হন।

নেক কাজে উৎসাহী করতে- সন্তানদের জান্নাতের অপার নিয়ামত শিক্ষা দিন

পড়ালেখা শিখাচ্ছেন- সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। যেন বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, ভালো কোনো চাকরি বা ব্যবসার মাধ্যমে সচ্ছলভাবে থাকতে পারে এই আশায়। কিন্তু একজন মুসলিম হিসেবে এটাই কি আপনার এবং আপনার সন্তানদের ভবিষ্যৎ? না, কখনোই নয়। বরং আমাদের আসল ভবিষ্যৎ হলো পরকাল। এই দুনিয়ার সচ্ছলতা, একটু সুখ সেটা কত বছরের জন্য? এরপর কি হবে, কোথায় যেতে হবে, কোথায় থাকতে হবে? মুসলিম হিসেবে তা আপনাকে যেমন অনুভব করতে হবে, তেমনি সেই অনুভূতি আপনার সন্তানদের মাঝেও সৃষ্টি করে দিতে হবে। সঠিক মত-পথ তথা ইসলামী শরীয়ত মুতাবিক চললে জান্নাতের অবারিত ইতমিনান, প্রশান্তি লাভ করা যাবে। বিপরীতে নাহক্ব তথা হারাম-নাজায়িয কাজ জাহান্নামের কঠিন আযাব-গযব শাস্তির মুখোমুখি করবে। যা দুনিয়ার বড় বড় কষ্ট বা যন্ত্রণার চাইতেও অনেক অনেক বেশি কষ্টকর ও যন্ত্রণাদায়ক।