Tuesday, March 5, 2013

সর্বপ্রথম রকেট বা মিসাইল প্রযুক্তি কে উদ্ভাবন করেছেন?

আধুনিক যে কোনো বিজ্ঞান-প্রযুক্তির হাতে খড়ি ঘটিয়েছেন মুসলমানরা। আধুনিক বিজ্ঞান-প্রযুক্তির মৌলিক তত্ত্ব বা সূত্রগুলোরও প্রবক্তা মুসলমানরাই। এক কথায় বিজ্ঞান-প্রযুক্তির জনক মুসলমান বিজ্ঞানীরাই। কিন্তু কুচক্রী ইহুদী-নাছারা, কাফির-মুশরিকদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে আজকের মুসলমানরা দুনিয়ার মোহে ও লোভে আত্মভোলা হয়ে নিজের গৌরবময় ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জনে বিমুখ হয়ে আছে। মুসলমানদের মধ্যে অলসতা, অজ্ঞতা ও হীনম্মন্যতার ব্যাধি প্রকট আকারে ভর করে বসেছে।

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎকেন্দ্র জ্বালিয়ে দেয়ার ঘটনায় ক্ষতি ২০০ কোটি টাকা


গত ২৮ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে হরতাল সমর্থনকারীরা বিদ্যু কেন্দ্র জ্বালিয়ে দেয়ায় প্রায় দুইশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড গতকাল ইয়াওমুছ ছুলাছায়ি বা মঙ্গলবার সকালে এনার্জি রেগুলেটরি কমিশনে এক সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মইনুদ্দিন জানান, সন্ত্রাসীরা হামলা চালিয়ে পল্লী বিদ্যু সমিতির অফিস, আবাসিক ভবন, যানবাহন এমনকি গ্রাহকদের বিদ্যু সংযোগ দেয়ার জন্য স্তুপ করে রাখা হাজার হাজার কিলোমিটার তার জ্বালিয়ে দেয়এর ফলে ওই এলাকার ৪৫ হাজার গ্রাহক এখনবিদ্যু বিচ্ছিন্ন এবং প্রায় আড়াই হাজার কৃষক সেচের জন্য বিদ্যু পাচ্ছেন নাএই ক্ষতি কবে নাগাদ কাটিয়ে ওঠা সম্ভব হবে, সে ব্যাপারেও তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি

ভোলাহাটে বিএনপি’র হরতাল সমর্থনে খন্ড খন্ড মিছিল ১৪৪ ধারা অব্যহত



ভোলাহাট ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: গতকাল পর্যন্ত ভোলাহাটে টানা ৬ দিন ১৪৪ ধারা জারি ছিলএরই মধ্যে সারা দেশে বিএনপির সকাল-সন্ধ্যা ডাকা হরতালে গতকাল মঙ্গলবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল করেতবে শান্তিপূর্ণভাবে হরতাল পালন হয়েছেকোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি