Tuesday, May 19, 2015

আগামী ৩ আউওয়াল ১৩৮৩ শামসী (২ জুন ২০১৫ ঈসায়ী), ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত রাতে ‘পবিত্র শবে বরাত’


যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আযম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিসউনার সংবাদ অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন স্থানে ১৯ ছানী আশার ১৩৮২ শামসী, ১৯ মে ২০১৫ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর (১৪৩৬ হিজরী সনের) পবিত্র শাবান শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে।

পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস উনার সভা আজ

আজ ২৯শে রজবুল হারাম শরীফ ১৪৩৬ হিজরী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার (১৯ ছানী আশার ১৩৮২ শামসী, ১৯ মে ২০১৫ ঈসায়ী) দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে বরকতময় পবিত্র শাবান শরীফ (১৪৩৬ হিজরী) মাস উনার চাঁদ তালাশ করতে হবে। আজ ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুল আরবিয়া বা বুধবার (২০ ছানী আশার ১৩৮২ শামসী, ২০ মে ২০১৫ ঈসায়ী) হবে অতীব বরকতময় ভাগ্যরজনী মুবারক উনার পবিত্র শাবান শরীফ মাস উনার পহেলা তারিখ মুবারক। আজ চাঁদ দেখা গেলে বাংলাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে ৩ আউওয়াল ১৩৮৩ শামসী, ২ জুন ২০১৫ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত রাতে।