যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম,
ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ,
জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায়
ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল
মজলিস’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন স্থানে ১৯ ছানী আশার ১৩৮২ শামসী, ১৯ মে ২০১৫ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত
সন্ধ্যায় সূর্যাস্তের পর (১৪৩৬ হিজরী সনের) পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে।
উল্লেখ্য, ১৪৩৬ হিজরী সনের পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের
জন্য ১৯ ছানী আশার ১৩৮২ শামসী, ১৯ মে ২০১৫ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় ঢাকা রাজারবাগ দরবার শরীফ কেন্দ্রীয়
কার্যালয়ে ‘আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল’ মজলিস উনার কেন্দ্রীয় কমিটির
সভা অনুষ্ঠিত হয়।
‘আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস’ উনার কেন্দ্রীয় কমিটির তরফ
থেকে জানানো হয়- দেশের রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার,
টেকনাফ, সিলেট, বি-বাড়িয়া,
নোয়াখালী, চাঁদপুর, ফেনী,
চাঁপাইনবাবগঞ্জের সদর ও ভোলাহাট, রাজশাহী,
পঞ্চগড়, তেঁতুলিয়া, দিনাজপুর,
জয়পুরহাট, কুড়িগ্রাম, বরিশাল,
খুলনা, কুষ্টিয়াসহ সারা দেশের রুইয়াতে
হিলাল মজলিস উনার প্রতিনিধিগণ তাঁদের নিজ নিজ এলাকায় চাঁদ তালাশ করেন এবং আকাশ পরিষ্কার
থাকায় নিজ নিজ এলাকায় চাঁদ দেখতে পাওয়ার খবর পরিবেশন করেন।
তাই আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস
উনার মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক- খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামে আ’যম,
মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা
শেষে ঘোষণা করেন,
২০ ছানী আশার ১৩৮২ শামসী, ২০ মে ২০১৫ ঈসায়ী, ইয়াওমুল আরবিয়া বা বুধবার পবিত্র শা’বান শরীফ মাস উনার পহেলা তারিখ মুবারক।
এবং সে অনুযায়ী আগামী ৩ আউওয়াল ১৩৮৩ শামসী, ২ জুন ২০১৫ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত
রাতে বাংলাদেশে পালিত হবে ‘পবিত্র শবে বরাত’।
এছাড়া বিশেষভাবে উল্লেখ্য যে, আগামী ১৫ই শা’বান শরীফ (৪ আউওয়াল ১৩৮৩ শামসী, ৩ জুন ২০১৫ ঈসায়ী) ইয়াওমুল
আরবিয়া বা বুধবার হলো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম উনার লখতে জিগার, ইমামুছ ছানী মিন আহলি বাইতি
রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ
সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম উনার ‘সুমহান বিলাদত শরীফ দিবস’।
এ উপলক্ষে দৈনিক আল ইহসান শরীফ উনার বিশেষ সংখ্যা
প্রকাশিত হবে এবং আযীমুশ শান রাজারবাগ দরবার শরীফ-এ বিশেষ ওয়াজ মাহফিল, সামা শরীফ,
মীলাদ শরীফ, ক্বিয়াম শরীফ ও দোয়ার মাহফিল
অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ!
বিশেষভাবে আরো উল্লেখ্য যে, আগামী ৫ই শা’বান (২৪ ছানী আশার ১৩৮২ শামসী, ২৪ মে ২০১৫ ঈসায়ী) ইয়াওমুল
আহাদ বা রোববার হলো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উনার লখতে জিগার,
ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম,
সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনার এবং ইমামুর রবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত যাইনুল
আবেদীন আলাইহিস সালাম উনার সুমহান ‘বিলাদত শরীফ দিবস’।
এ উপলক্ষেও দৈনিক আল ইহসান শরীফ উনার বিশেষ সংখ্যা
প্রকাশিত হবে এবং আযীমুশ শান রাজারবাগ দরবার শরীফ-এ বিশেষ ওয়াজ মাহফিল, সামা শরীফ,
মীলাদ শরীফ, ক্বিয়াম শরীফ ও দোয়ার মাহফিল
অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ!
বিশেষভাবে আরো উল্লেখ্য যে, এই মহাসম্মানিত ও মহাপবিত্র শা’বান মাস উনার ২৯ তারিখ মুবারকে ত্বাহিরা, ত্বইয়িবা,
সাইয়্যিদাতাল উমাম হযরত শাহনাওয়াসী ক্বিবলাতাইন আলাইহিমাস সালাম
উনারা এ যমীনে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
এ সুমহান উপলক্ষেও দৈনিক আল ইহসান শরীফ উনার বিশেষ
সংখ্যা প্রকাশিত হবে এবং আযীমুশ শান রাজারবাগ দরবার শরীফ-এ বিশেষ ওয়াজ মাহফিল, সামা শরীফ,
মীলাদ শরীফ, ক্বিয়াম শরীফ ও দোয়ার মাহফিল
অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ!
No comments:
Post a Comment