Tuesday, May 19, 2015

পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস উনার সভা আজ

আজ ২৯শে রজবুল হারাম শরীফ ১৪৩৬ হিজরী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার (১৯ ছানী আশার ১৩৮২ শামসী, ১৯ মে ২০১৫ ঈসায়ী) দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে বরকতময় পবিত্র শাবান শরীফ (১৪৩৬ হিজরী) মাস উনার চাঁদ তালাশ করতে হবে। আজ ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুল আরবিয়া বা বুধবার (২০ ছানী আশার ১৩৮২ শামসী, ২০ মে ২০১৫ ঈসায়ী) হবে অতীব বরকতময় ভাগ্যরজনী মুবারক উনার পবিত্র শাবান শরীফ মাস উনার পহেলা তারিখ মুবারক। আজ চাঁদ দেখা গেলে বাংলাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে ৩ আউওয়াল ১৩৮৩ শামসী, ২ জুন ২০১৫ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত রাতে।

আর আকাশ মেঘে (অথবা কুয়াশা, ধূলাবালি ইত্যাদিতে) যদি ঢাকা (আচ্ছন্ন) থাকে অথবা অন্য কোনো কারণে আজ ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখতে না পাওয়া যায়, তবে পবিত্র রজবুল হারাম শরীফ মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ইয়াওমুল খামীস বা বৃহস্পতিবার (২১ ছানী আশার ১৩৮২ শামসী, ২১ মে ২০১৫ ঈসায়ী) হবে অতীব বরকতময় ভাগ্যরজনী মুবারক উনার পবিত্র শাবান শরীফ মাস উনার পহেলা তারিখ মুবারক। এবং সে অনুযায়ী বাংলাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে ৪ আউওয়াল ১৩৮৩ শামসী, ৩ জুন ২০১৫ ঈসায়ী, ইয়াওমুল আরবিয়া বা বুধবার দিবাগত রাতে।
তবে মহাকাশ বিজ্ঞানের হিসাব অনুযায়ী আজ ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় পবিত্র শাবান শরীফ মাস উনার চাঁদ দেখতে পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে।
উল্লেখ্য, ১৪৩৬ হিজরী সনের পবিত্র শাবান শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস উনার এক আলোচনা সভা পবিত্র রাজারবাগ দরবার শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস উনার সকল প্রতিনিধিকে অতি সতর্কতার সাথে চাঁদ তালাশ করতে হবে।
বাংলাদেশের যেকোনো স্থান থেকে যাঁরা চাঁদ দেখতে পাবেন তাঁদেরকে আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস উনার নিম্নলিখিত নম্বরসমূহে তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
মোবাইল নম্বরসমূহ-
০১৭১৩-৪৫৬৮৬৫, ০১৮২৭-১৯০৪৯৩, ০১৭১১-২৭২৭৮৫, ০১৭১১-১৭৮৬৬১, ০১৭১২-৮১৯১৭৭, ০১৭১২-২২১২৬৭, ০১৭১১-২৩৮৪৪৭, ০১৭১৪-৬২৭৩৮৮, ০১৭১৬-৬৬৫৬৯৩, ০১৫৫২-৪১৫২৩৩, ০১৭১১-২৭২৭৮২।

বাংলাদেশের জন্য ১৪৩৬ হিজরী সনের পবিত্র শাবান শরীফ মাস উনার চাঁদের রিপোর্ট:

আত-তাক্বউইমুশ শামসী বর্ষপঞ্জির হিসাব অনুসারে বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী জিরো মুন (অমাবস্যা) সংঘটিত হয়েছে ২৮ রজবুল হারাম শরীফ ১৪৩৬ হিজরী, ১৮ ছানী আশার ১৩৮২ শামসী, ১৮ মে ২০১৫ ঈসায়ী, পবিত্র ইছনাইনিল আযীম শরীফ (সোমবার) বাংলাদেশ সময় (কে.এম.টি সময় + ৩ ঘণ্টা) সকাল ৯টা ১৫ মিনিট। বাংলাদেশে পবিত্র শাবান শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে আজ ১৯ ছানী আশার ১৩৮২ শামসী, ১৯ মে ২০১৫ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায়।
আজ দিবাগত সন্ধ্যায় চাঁদের বয়স হবে ৩৩ ঘণ্টার বেশি। দিগন্ত রেখার উপর চাঁদের উচ্চতা হবে ১৪ ডিগ্রি। কৌণিক দূরত্ব হবে ১৭ ডিগ্রির বেশি। চন্দ্রাস্ত এবং সূর্যাস্তের সময়ের পার্থক্য হবে ১ ঘণ্টা ১১ মিনিট। সূর্য থাকবে ২৯২ ডিগ্রি আযীমাতে। আর চাঁদ খুঁজতে হবে ২৮৩ ডিগ্রি আযীমাতে। অর্থাৎ চাঁদ খুঁজতে হবে অস্তগামী সূর্যের বাঁয়ে। আজ সূর্যাস্ত ৬টা ৩৫ মিনিটে আর চন্দ্রাস্ত ৭টা ৪৬ মিনিটে। ঢাকার সময় অনুযায়ী চাঁদ দেখা যাওয়ার উপযুক্ত সময় হচ্ছে ৭টা ৭ মিনিট। আকাশ পরিষ্কার থাকলে চাঁদ দেখার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, সউদী আরবসহ পৃথিবীর অন্য কোনো দেশ আজ দিবাগত সন্ধ্যার পূর্বে চাঁদ দেখার দাবি করলে তা হবে সত্যের খিলাফ।
বিশেষভাবে উল্লেখ্য যে, পবিত্র শাবানশরীফ হলো আরবী মাসসমূহের মধ্যে অষ্টম মাস। এ সম্মানিত মাসটি ফযীলতপূর্ণ হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। তন্মধ্যে দুটি বিশেষ এবং উল্লেখযোগ্য কারণ হচ্ছে, এ সম্মানিত মাস উনারই ১৫ তারিখ তৃতীয় হিজরী সনে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন যিনি ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদুশ শুহাদা সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!

আবার এ সম্মানিত মাস উনার ৫ তারিখ ৪র্থ হিজরী সনে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন যিনি ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদুশ শুহাদা, শহীদে কারবালা সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি এবং ইমামুর রবিমিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত যাইনুল আবেদীন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!

No comments:

Post a Comment