ন্যায্য ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জেলা পর্যায় থেকে জাতীয় বাজেট প্রণয়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে
বুধবার সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) জেলা কমিটির উদ্যোগে অংশগ্রহণমূলক বাজেট এবং স্থানীয় সরকারের জবাবদিহিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় পৌরসভা মিলনায়তনে সুপ্র জেলা কমিটির নির্বাহী সদস্য আলহাজ আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবাবগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ আব্দুল মতিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সুপ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান খান, অক্সফামের প্রতিনিধি ধন রঞ্জন ত্রিপুরা, সুপ্র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আব্দুস সালাম, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সৈয়দ শাহজামাল, অধ্যাপক কনক রঞ্জন দাস প্রমুখ।বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় বিশ্বব্যাংক এবং আইএমএফের অযাচিত হস্তক্ষেপ দীর্ঘদিনের। আমাদের উন্নয়ন প্রক্রিয়া পরিচালিত হয়ে আসছে তাদের নির্দেশনা অনুযায়ী। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারকে অবশ্যই তাদর বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে এবং জেলাভিত্তিক বাজেট প্রণয়ন এখন সময়ের দাবি। অক্সফামের সহযোগিতায় কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী, নারী উদ্যোক্তাসহ সাংবাদিকরা।
No comments:
Post a Comment