Thursday, December 26, 2013

ভোলাহাটে জমি জালিয়াতি চক্র

জমি জালিয়াত চক্রের গড ফাদার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী গ্রামের মৃত: এমাজুদ্দিনের ছেলে আফসার আলী(৬৫) ভোলাহাট উপজেলার বিলভাতিয়া মৌজার ৭টি দাগে প্রায় ১১ একর ২৫ শতাংশ জমি জালিয়াতি করে নিজ নামে প্রস্তাবিত খতিয়ান তৈরী করে যার অনুমোদিত খারিজ কেস নং দেয়া হয়েছে ৯৭/ষী- /০৭-০৮, তারিখ-৩০/০৪/০৮ এবং হোল্ডিং নম্বর-২১৭৮, প্রস্তাবিত খতিয়ান নম্বর-২৩৫/ দিকে জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ রসিদ যার ক্রমিক নং- নম্বর- ৬০৩১০৩তে ১৪০১-১৪১৩ বাংলা সনের অংকে ২২ হাজার শত ২৫ টাকা পরিশোধ লেখলেও কথায় লেখে হাজার শত টাকা দিকে ডুপ্লিকেট কার্বন রসিদ বহি যার বহি নং-২০৬৭৬ এবং পৃষ্ঠা নম্বর-২০ উল্লেখ করে এসিল্যান্ড স্বাক্ষর করার কথা থাকলেও ইউনিয়ন ভূমি কর্মকর্তা স্বাক্ষর করে আর জালিয়াত কাগজপত্র দেখিয়ে বিভিন্ন উপজেলার সহজ-সরল মানুষকে প্রতিনিয়ত ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

জেলা জাসাস সেক্রেটারী গ্রেফতার

ভোলাহাট বিএমডি গাছ চুরি মামলার এজাহারভূক্ত নম্বর আসামী জাসাস চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারী কামরুজ্জামান বাবুলকে পুলিশ মঙ্গলবার ভোরে তার বাড়ী ভোলাহাট উপজেলার ফতেপুর থেকে গ্রেফতার করেছে

Monday, November 25, 2013

ভোলাহাটে পবিত্র আশুরা মিনাল মুহররম শরীফ উপলক্ষে আজিমুশশান বার্ষিক মাহফিল অনুষ্ঠিত



ভোলাহাট সংবাদদাতা: গত লাইলাতুল জুমুয়াতি অর্থাৎ ইয়াওমুল খমিসী বা বৃহস্পতিবার দিবাগত রাতে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানার উদ্যোগে পবিত্র আশুরা মিনাল মুহররম শরীফ উপলক্ষে  ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত বার্ষিক মাহফিলে প্রধান অথিতি ছিলেন হযরতুল আল্লামা হাফিজ, ক্বারী মাওলানা মুহম্মদ রিদওয়ানুল্লাহ পাটোয়ারী ছাহেব। প্রধান অতিথির বয়ানে তিনি বলেন-

Friday, November 1, 2013

পবিত্র ২৭ যিলহজ্জ শরীফ। ইসলামী খিলাফত ব্যবস্থার অন্যতম রূপকার হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার বিছাল শরীফ ও প্রাসঙ্গিক আলোচনা

খলীফায়ে ছানী, আমিরুল মুমিনীন, খলীফাতুল মুসলিমীন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি শুধুমাত্র বিশ্বের চারজন শ্রেষ্ঠ বিজেতা উনাদের অন্যতমই ছিলেন না; সামরিক, প্রশাসনিক, অর্থনৈতিক এবং আইন বিভাগের অত্যাধুনিক কাঠামোর সৃষ্টিকারী হিসেবেও তিনি বিশ্ব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি একমাত্র ব্যক্তিত্ব যিনি এসব বিষয়ে একক প্রতিভূ হিসেবে স্থান দখল করে আছেন।

Thursday, October 24, 2013

হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি ইহুদী বৃদ্বের সাথেও ইনসাফ করেছিলেন কিন্তু কাফিরেরা নিজ বৃদ্ব পিতামাতাকে করে গৃহহীন

হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি ছিলেন সৎ চরিত্রের সর্বোত্তম আদর্শ, ত্যাগী, অনাড়ম্বর, সরল ও সুকঠিন। সব অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামই ছিল উনার চরিত্রের অন্যতম বৈশিষ্ট।

Sunday, October 13, 2013

রহনপুরে আনসারুল্লাহ বাংলাটিমের ৩ আঞ্চলিক নেতা আটক



চাঁপাইনবাবগঞ্জ: (Tue, 08 Oct, 2013 06:22 PM): সন্ত্রাসবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের আঞ্চলিক নেতাকে গোমস্তাপুর উপজেলা থেকে আটক করেছে ্যাব। এসময় তাদের কাছ থেকে কম্পিউটার, সিডি দলীয় আদর্শের বই উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে রহনপুর বাজারে অভিযান চালায় ্যাবের একটি টিম।

Wednesday, October 9, 2013

চাঁপাইনবাবগঞ্জে দেশের প্রথম বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু

 চাঁপাইনবাবগঞ্জে গতকাল দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর মধ্য দিয়ে কৃষি শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচিত হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়’ নামে এই নতুন বিশ্ববিদ্যালয়টির উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।

পবিত্র কুরবানী করার কোনো পশু খরীদ করে হারিয়ে গেলে কী করবেন?



ধনী ব্যক্তি যদি পবিত্র কুরবানী করার জন্য কোনো পশু খরীদ করে আর তা হারিয়ে যায়, অতঃপর পবিত্র কুরবানী করার জন্য আর একটি খরীদ করে আর দ্বিতীয় পশুটি খরীদ করার পর যদি প্রথম পশুটি, যা হারিয়ে গিয়েছিল তা পাওয়া যায়, তবে ধনী ব্যক্তির জন্য দুটি পশুর যেকোনো একটি পশু কুরবানী করা জায়িয রয়েছে। কারণ শরীয়ত তার উপর আলাদাভাবে একটি পশুই কুরবানী করা ওয়াজিব করেছে। তবে শর্ত হচ্ছে- প্রথম পশুটি যে মূল্যে খরীদ করা হয়েছে দ্বিতীয় পশুটি তার চেয়ে বেশি অথবা তার সমপরিমাণ মূল্যে খরীদ করতে হবে। যদি কম মূল্যে খরীদ করে এবং দ্বিতীয় পশুটি পবিত্র কুরবানী করে, তাহলে দ্বিতীয় পশুটি প্রথম পশু হতে যে পরিমাণ কম মূল্যে খরীদ করেছে, সে পরিমাণ মূল্য সদ্কা করে দিতে হবে।

Monday, October 7, 2013

নাচোলে গুলিসহ ২টি পিস্তল উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বেলডাঙ্গা এলাকার একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল, দুটি ম্যাগজিন ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহলদল। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

Sunday, October 6, 2013

ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ আন্তঃনগর ট্রেনের দাবি উপেক্ষিত বহু বছর ধরে



চাঁপাইনবাবগঞ্জের মানুষের ঢাকা যাতায়াতের দুর্ভোগ লাঘবসহ ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য বহু বছর ধরে সরাসরি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালুর দাবি এখনও উপেক্ষিত। এনিয়ে ক্ষুব্ধ সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। দাবিটি চাঁপাইনবাবগঞ্জের মানুষের শীর্ষদাবি হিসেবে চিহ্নিত করে বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা শ্রেণীপেশার মানুষ বহুবার বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন করেছে। সাধারণ মানুষের জোরালো দাবির মুখে এবং রেল যোগাযোগ ব্যবস্থা জোরদার করতে ১৫৬ কোটি টাকা রাজশাহী-রহনপুর বর্ডার এবং আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ সেকশনগুলো পুনর্বাসন প্রকল্প নামের একটি নতুন প্রকল্প গ্রহণ করে বাংলাদেশ রেলওয়ে, যা অনুমোদন হয় ২০০৭ সালে। মাঝখানে দীর্ঘ বছর প্রকল্পের নানামুখী দাফতরিক কর্মকর্তা শেষে ২০১১ সালে ঠিকাদার নিয়োগসহ অন্যান্য কাজ শুরু হলেও এর আর কোন অগ্রগতি নেই।