চাঁপাইনবাবগঞ্জ: (Tue,
08 Oct, 2013 06:22 PM): সন্ত্রাসবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের ৩ আঞ্চলিক নেতাকে গোমস্তাপুর উপজেলা থেকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে কম্পিউটার, সিডি ও দলীয় আদর্শের বই উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে রহনপুর বাজারে অভিযান চালায় র্যাবের একটি টিম।
আটককৃতরা হলো- রহনপুর কলেজমোড়ের মাদরাসা মার্কেটের সুমাইয়া টেলিকমের স্বত্বাধিকারী সাদিকুল ইসলাম (৩০), রহনপুর স্টেশনবাজারের অ্যাডভান্স ডেন্টাল কেয়ারের ইব্রাহিম (৩০) ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার ফারুক হোসেন (৩৪)।র্যাব সূত্র জানায়, বেলা ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি বিশেষ দল রহনপুর বাজারে অভিযান চালায়। এ সময় তিনটি পৃথক স্থান থেকে তিনজনকে আটক করা হয়। অভিযানকালে ২টি কম্পিউটার সিপিইউ, ২ মনিটর, ২৬টি সিডি ও বেশ কিছু দলীয় আদর্শের বই জব্দ করা হয়। র্যাব জানায়, আটক ইব্রাহিম, ফারুক ও সাদেকুল আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির সঙ্গে যুক্ত ছিলো। হালে তারা কথিত আধ্যাত্মিক নেতা মুফতে জসিম উদ্দীনের অনুসারী হয়ে আনসারুল্লাহ বাংলাটিমের আঞ্চলিক নেতার দায়িত্ব পালন করছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।
No comments:
Post a Comment