বিদ্যুৎ
প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকের নিজ জেলায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে ক্ষুব্ধ
হয়ে উঠছে গ্রাহকরা। ঘনঘন লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে অধিকাংশ বাড়িতে প্রতিনিয়ত
ফ্রিজ ও মটর পুড়ে যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে মন্ত্রীর সফরকালে লোডশেডিংয়ের
মাত্রা কম হওয়ায় বিদ্যুৎ বিভাগ পড়েছে গ্রাহকদের রোষাণলে।
Sunday, August 4, 2013
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ‘সতর্কতা’র নেপথ্যে ধোঁকা দিয়ে বোকা বানানো
বিশ্বজুড়ে নাগরিকদের চলাফেরার উপর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, পুরো আগস্ট মাস জুড়েই বহাল থাকবে এ সতর্কাবস্থা। এর আগে গত বৃহস্পতিবার মুসলিম বিশ্বের ১৭টি দেশে অবস্থিত ২১টি দূতাবাস ও কনস্যুলেট রোববার বন্ধ রাখার ঘোষণা দেয় মার্কিন কর্তৃপক্ষ।
গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দাবি করেছে, “আল-কায়েদার হুমকিই যুক্তরাষ্ট্রকে উপর্যুপরি এ পদক্ষেপ নিতে বাধ্য করেছে। বিশেষ করে এ হুমকির নেপথ্যে রয়েছে আল-কায়েদার ইয়েমেনি শাখা। এর আগেও সংগঠনটি যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী বিমান ও কার্গো ফ্লাইট উড়িয়ে দেয়ার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলো।”