Thursday, March 24, 2016

ভয়াল ২৫ মার্চ: অপারেশন সার্চ লাইটের নামে গণহত্যা

ভয়াল ২৫ মার্চ। ১৯৭১ সালের এইদিনে বাঙালি মুসলিম জাতির জীবনে এক বিভীষিকাময় রাত নেমে আসে। মধ্যরাতে পাকিস্তানি বাহিনী তাদের পূর্বপরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী আন্দোলনরত বাঙালি মুসলমানদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালি মুসলমানদের উপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।

বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশেই রাষ্ট্রধর্ম ইসলাম বহাল আছে এবং অনেক গণতান্ত্রিক অমুসলিম রাষ্ট্রেও নির্দিষ্ট ‘রাষ্ট্রধর্ম’ আছে; তাহলে বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম কেন থাকবে না?


মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক দেশেই সম্মানিত দ্বীন ইসলাম রাষ্ট্র ধর্ম হিসেবে মনোনীত হয়ে আছে। যেমন- আলজেরিয়া, বাহরাইন, ব্রুনাই, মিসর, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, কাতার, সোমালিয়া তিউনিসিয়া, কমোরস-এ পবিত্র দ্বীন ইসলাম রাষ্ট্রধর্ম।