Thursday, August 22, 2013

হারিয়ে যাচ্ছে বিলভাতিয়া বিল থেকে শাপলা-শালুক, সিঙ্গারা, ভ্যাঁট আর পদ্মচাকা ও মাখনা

ভোলাহাট উপজেলার ঐতিহ্যবাহী বিলভাতিয়া বিল থেকে হারিয়ে যাচ্ছে নীরজ উদ্ভিদের মধ্যে শাপলা-শালুক বিলের মধ্যে বিভিন্ন ডোবায় পানির উপরে ফুটে থাকা শাপলা ফুলের দৃষ্টিকাড়া সৌন্দর্য সত্যিই সকলকে মুগ্ধ করে আর সেই সাথে সাথে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যও বাড়ায় তার পরেও এটি বাংলাদেশের জাতীয় ফুল হিসেবে সকলের কাছে পরিচিত প্রতিকূল পরিবেশে শাপলা ফুলের সেই সমারোহ আর নেই দিনে দিনে শাপলা-শালুক যেন একেবারেই বিলুপ্ত হয়ে যাচ্ছে অথচ এখন হতে ১৫/২০ বছর আগেও বিলভাতিয়া বিলের বুকজুড়ে শাপলা ফুলের দৃষ্টি নন্দন সৌন্দর্য ছিল চোখে পড়ার মত সে সময় শরৎকালে বিলভাতিয়া বিলের প্রকৃতি অন্য রকম সাজে সজ্জিত হয়ে উঠতো