২০১১
সালে প্রেসিডেন্ট
হোসনি মোবারকের
পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠে
তাহরির স্কয়ার। ফলতঃ
২০১১ সালের
২৮ নভেম্বর
মিশরে ঐতিহাসিক
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৩০ বছরের
প্রেসিডেন্ট হোসনি মোবারকের যুগের অবসান
ঘটে।
হোসনি মোবারকের
পদত্যাগের পর বাঁধভাঙা উল্লাস করেছিল
মিশরের জনগণ। এরপর
দেশটিতে প্রথমবারের
মতো পার্লামেন্ট
নির্বাচনে প্রথম দফায় ভোট নেয়া
হয়।
কথিত ‘ইসলামপন্থী
দল’গুলো নির্বাচনে
দুই-তৃতীয়াংশ
আসনে জয়ী
হয়।
এর মধ্যে
অর্ধেক ভোট
পায় মুসলিম
ব্রাদারহুড (ইখওয়ানুল মুসলিমীন)। আর তাই মুসলিম
ব্রাদারহুডের অর্থায়নে পরিচালিত ফ্রিডম অ্যান্ড
জাস্টিস পার্টির
প্রধান মোহাম্মদ
মুরসিকে প্রেসিডেন্ট
নির্বাচিত করা হয়।