Thursday, December 26, 2013

ভোলাহাটে জমি জালিয়াতি চক্র

জমি জালিয়াত চক্রের গড ফাদার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী গ্রামের মৃত: এমাজুদ্দিনের ছেলে আফসার আলী(৬৫) ভোলাহাট উপজেলার বিলভাতিয়া মৌজার ৭টি দাগে প্রায় ১১ একর ২৫ শতাংশ জমি জালিয়াতি করে নিজ নামে প্রস্তাবিত খতিয়ান তৈরী করে যার অনুমোদিত খারিজ কেস নং দেয়া হয়েছে ৯৭/ষী- /০৭-০৮, তারিখ-৩০/০৪/০৮ এবং হোল্ডিং নম্বর-২১৭৮, প্রস্তাবিত খতিয়ান নম্বর-২৩৫/ দিকে জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ রসিদ যার ক্রমিক নং- নম্বর- ৬০৩১০৩তে ১৪০১-১৪১৩ বাংলা সনের অংকে ২২ হাজার শত ২৫ টাকা পরিশোধ লেখলেও কথায় লেখে হাজার শত টাকা দিকে ডুপ্লিকেট কার্বন রসিদ বহি যার বহি নং-২০৬৭৬ এবং পৃষ্ঠা নম্বর-২০ উল্লেখ করে এসিল্যান্ড স্বাক্ষর করার কথা থাকলেও ইউনিয়ন ভূমি কর্মকর্তা স্বাক্ষর করে আর জালিয়াত কাগজপত্র দেখিয়ে বিভিন্ন উপজেলার সহজ-সরল মানুষকে প্রতিনিয়ত ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

জেলা জাসাস সেক্রেটারী গ্রেফতার

ভোলাহাট বিএমডি গাছ চুরি মামলার এজাহারভূক্ত নম্বর আসামী জাসাস চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারী কামরুজ্জামান বাবুলকে পুলিশ মঙ্গলবার ভোরে তার বাড়ী ভোলাহাট উপজেলার ফতেপুর থেকে গ্রেফতার করেছে