Sunday, May 17, 2015

সম্মানিত পবিত্র মি’রাজ শরীফ উনার বিশেষ কিছু ইবরত-নছীহত মুবারক


হালাল উনাকে হারাম আর হারামকে হালালকারীদের প্রতি সতর্কবাণী:
          সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত পবিত্র মিরাজ শরীফ উনার মধ্যে প্রথম আসমানে গিয়ে মহান বারে ইলাহী আল্লাহ পাক উনার মুবারক নির্দেশে অসংখ্য অগণিত বিষয় পরিদর্শন করেন। পরবর্তীতে বেশুমার দয়া ইহসানে তিনি মুবারক পরিদর্শনকৃত বিষয়গুলি হতে জরুরী অনেক কিছু উম্মাহকে নছীহতস্বরূপ বর্ণনা করেন।

পবিত্র মি’রাজ শরীফে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাত আসমানে যে সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সাক্ষাৎ মুবারক হয়েছিল

প্রথম আসমানে সাক্ষাৎ মুবারক হয়েছিল প্রথম নবী ও রসূল হযরত আদম ছফীউল্লাহ আলাইহিস সালাম উনার সাথে।
দ্বিতীয় আসমানে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম উনাদের সাথে।
উল্লেখ্য, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি ছিলেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিতা হযরত আম্মা আলাইহাস সালাম উনার খালাতো ভাই। তাই উনারা দুজনে একত্রে ছিলেন।
তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার সাথে সাক্ষাৎ মুবারক হয়েছিল।
চতুর্থ আসমানে সাক্ষাৎ মুবারক হয়েছিল হযরত ইদরীস আলাইহিস সালাম উনার সাথে।
পঞ্চম আসমানে সাক্ষাৎ মুবারক হয়েছিল হযরত হারূন আলাইহিস সালাম উনার সাথে
ষষ্ঠ আসমানে সাক্ষাৎ মুবারক হয়েছিল হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার সাথে।
সপ্তম আসমানে সাক্ষাৎ মুবারক হয়েছিল হযরত ইবরাহীম খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার সাথে।